Kivabe youtube channel khulbo | কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ২০২০
Kivabe youtube channel khulbo বা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ২০২০ সালে এবং ইউটিউব চ্যানেল খুলে কি করে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে তা থেকে টাকা ইনকাম করা যায় তা আজ আমি আলোচনা করব।শুধু ইউটিউব চ্যানেল খুলে নয় তাকে কিভাবে সেটিং করলে খুব তাড়াতাড়ি আপনি বড় ইউটিউবার হতে পারবেন সেটি হবে আলোচনা করব।
ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো তা আমরা অনেকেই জানি না এই কারণে আমাদের ইচ্ছা থাকলেও আমরা ইউটিউব চ্যানেল খুলতে পারি না। আমাদের মধ্যে এমন এমন বিষয় থাকে যা আমরা সেই বিষয়ে খুব পারদর্শী থাকি। প্রয়োজনে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে আমাদের জানা বিষয় গুলি ভিডিও আকারে আপলোড করে তা থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারি।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ( Kivabe youtube channel khulbo ) এই বিষয়টি খুব একটি কঠিন নয়। সামান্য কয়েকটি ধাপের মধ্য দিয়ে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন। ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনি ভিডিও আপলোড করে তা মনিটাইজ অন করতে পারেন।
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এবং কম্পিউটার ল্যাপটপ থেকে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম আলাদা নয়। অর্থাৎ আপনি মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক খুব সহজেই এই নিয়ম দেখে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। সমস্ত বিষয়গুলি পরপর বোঝানোর পর যদি আপনার ইউটিউব চ্যানেল খুলতে কোন সমস্যা হয় তবে অবশ্যই সেই বিষয়টি লিখে নিচে কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব।
বর্তমানে ইউটিউব হলো সোশ্যাল মিডিয়া জগতের সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম। এখানে কয়েক লক্ষ ইউটিউব চ্যানেল আছে যা আমাদের মত সাধারণ মানুষের তৈরি করে এখন অসাধারণ সেলিব্রেটি তে পরিনত হয়েছে। একটি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ( Kivabe youtube channel khulbo) খুব বেশি কঠিন নয় কিন্তু কিভাবে তা খুললে এবং কিভাবে ইউটিউব চ্যানেল সেটিং করলে তা খুব সহজেই মানুষের কাছে তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়ে ওঠে সেটি আসল বিষয়।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তার সমস্ত বিষয়গুলি আমি এখানে আলোচনা করব শুধু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়গুলি ফলো করুন ও সাথে সাথে আপনি ধাপে ধাপে এই কাজগুলি আপনার কম্পিউটার বা ল্যাপটপ এমনকি মোবাইলে ব্রাউজার খুলে শুরু করুন।
আপনার প্রয়োজনীয় কয়েকটি বিষয় -
Kivabe youtube channel khulbo / কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো বা কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় তা জানতে গেলে এমনকি ইউটিউব চ্যানেল খুলতে গেলে প্রথমে আপনার একটি মোবাইল বা কম্পিউটার এমনকি ল্যাপটপ থাকতে হবে। তবে এমন ভাবার কোনো কারণ নেই যে যদি আপনার মোবাইল ফোন থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না।
খুব সহজে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গুলি দেখেন আপনি পর পর একটি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে। মোবাইল দিয়ে এবং কম্পিউটার থেকে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি একই রকম নিচের পদ্ধতি গুলো ফলো করে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন ।
একটি ইউটিউব চ্যানেল খুলতে কি প্রয়োজন : একটি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি প্রয়োজন সেগুলো হলো অবশ্যই আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে, আপনার জিমেইল একাউন্ট টি অবশ্যই মোবাইল নাম্বারের সঙ্গে লিংক থাকতে হবে। আপনার জিমেইল একাউন্টে দেওয়া সমস্ত ঠিকানা যেন ঠিকঠাক থাকে তা না হলে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার সময় সমস্যা হতে পারে।
এখন চলুন আমরা পর পর দেখে নী যে কিভাবে ইউটিউব channel খুলতে হবে। এখানে একটি কথা বলা উচিত যে একটি ইউটিউব চ্যানেল বর্তমানে দুই ভাবে খোলা যেতে পারে অর্থাৎ এখন ইউটিউব দুই রকমের , চলুন দেখে নিই -
Step - ১। : প্রথমত আপনার মোবাইল বা ল্যাপটপের থেকে গুগোল ক্রম ব্রাউজার টি ওপেন করুন, এবং এখন থেকে youtube.com এ যান। এবার আপনার ব্রাউজার এ ইউটিউব টি ওপেন হলে উপরে ডান দিকে দেখুন একটি মানুষের emoji অথবা সাইন ইন করার জায়গা আছে।
এখানে থেকে আপনি ক্লিক করুন, ক্লিক করলে আপনাকে দেখাবে আপনার জিমেইল আইডি দিতে। এখানে আপনার জিমেইল আইডি দিয়ে next করুন, তারপর আবার আপনার নাম দেখাবে ও পাসওয়ার্ড দিতে বলবে।
পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন in করুন, এরপর আপনি অটোমেটিক ভাবে এই ব্রাউজার এর জন্য সাইন in গেলেন। এবার আপনি আবার আপনার ইউটিউব এর প্রথম অবস্থাতে ফিরে আসবেন। এখানে একটা কথা বলি , যারা মোবাইল থেকে করবেন তারা তাদের ব্রাউজার টি কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন। ত না হলে কিন্তু আপনি এই উপরের সকল অপশন গুলি পাবেন না।
Step - ২ : ইউটিউব চ্যানেল খোলার নিয়মের দ্বিতীয় স্টেপে এসে, আপনাকে সেই উপরের ডান দিকে ক্লিক করতে হবে। এবার কিন্তু ওখানে আপনি আপনার নামের প্রথম অক্ষর টি দেখতে পাবেন।
এখানে এবার ক্লিক করলে একটি মেনু এর মত অপশন খুলে যাবে। এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন। তার প্রথমেই আপনি দেখতে পারবেন যে লেখা আছে - CREATE YOUR CHANNEL এখানে ক্লিক করুন।
এখানে ক্লিক করলে একটি নতুন উইন্ডো বা পপআপ খুলবে যেখানে আপনাকে কনফ্রম করতে হবে, আপনি কি ইউটিউব এর চ্যানেল খোলার জন্য সমস্ত পলিসি কে মেনে নিয়েছেন। এখানে দুটি অপশন এর মধ্যে আপনাকে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য GET STARTED এই অপশন টিকে ক্লিক করতে হবে।
STEP - ৩ : কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, এর এই পর্যায়ে এসে, আপনি আর একটি উইন্ডো দেখতে পাবেন। যেখানে দুটি অপশন আছে - একটি হলো আপনি কি আপনার নামে আপনার ইউটিউব চ্যানেল খুলতে চায়ছেন, অর্থাৎ আপনার যে নামে জিমেইল অ্যাকাউন্ট টি আছে সেই নামে, নাকি অন্য কোনো নামে।
যদি আপনি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে ভাবেন তাহলে আপনি এখন থেকে এই অপশন টি কে বেছে নিতে পারেন। আর যদি একটি ব্র্যান্ড বা অন্য কোনো নামে একটি ইউটিউব চ্যানেল বানাতে চাইছেন তবে ডান দিকের select এই অপশন এ ক্লিক করুন।
এখানে আমার মতামত থাকবে সবসময় আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার সময় অবশ্য আপনার নিজের নামের আইডি বাদ দিয়ে অন্য নামে খুলুন। যদিও বিষয় টি আপনার চ্যানেলের বিষয়ের উপর নির্ভর করছে।
STEP - ৪। : কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এর এই পর্বে এসে আপনি আগের সিলেক্ট করা যেকোনো একটি বিষয় কে নিয়ে এখানে নাম সিলেক্ট করুন। এখানে এই সকল বিষয় গুলো আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। কারণ একবার আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলে তা ৯০ দিনের মধ্যে মাত্র ৩বার পরিবর্তন করতে পারবেন।
সেই কারণে আপনি কে নাম রাখবেন তা আগের থেকে ঠিক করে রাখলে ভালো হয়। যদি বার বার আপনি আপনার ইউটিউব চ্যানেল এর নাম পরিবর্তন করেন তবে তা আপনার জন্য ক্ষতি।
ইউটিউব চ্যানেল এর নামের জন্য কয়েকটি পরামর্শ :
- দেখুন একটি ইউটিউব চ্যানেল এর নাম কিন্তু ইউনিক হওয়া দরকার, চ্যানেল খুলতে বসে একটি নাম দিলেই কিন্তু তা ঠিক হয় না। কারণ আপনি যখন আপনার ইউটিউব চ্যানেল খুঁজবেন তখন দেখবেন, যে পাবেন না। এই কারণে একটি ইউনিক নাম দিন।
- একটি ইউনিক নাম দিতে আপনি ইউটিউব এ গিয়ে # ট্যাগ টি ব্যাবহার করতে পারেন। যেমন - ধরুন আপনি একটি নাম দিতে চান - কিভাবে ত তার জন্য খোজ করুন #কিভাবে, এই ভাবে।
- যদি দেখেন যে এই নামে অনেক চ্যানেল বা ভিডিও আছে, সে ক্ষেত্রে আপনি এই নামটি এড়িয়ে যান।
- যে নামের ইউটিউব চ্যানেল আছে সেই নামে খুললে তা কিভাবে আপনার জন্য ভালো হবে, বলুন , এই কারণে আপনার মতামত হলো একটি ইউনিক নাম দিন, যা আগে থেকে ইউটিউব এ নেই।
- এই কারণে আগে থেকে ঠিক করে নিন যে কি নাম দেবেন। ঠিক করে নিয়ে তার পর আপনি এখানে নাম দিন।
এবার আপনার চ্যানেল এর নামটি দেবার পর নিচে একটি ছোট চার কোনা বক্স আছে এটিকে ক্লিক করে চেক করুন তারপর নিচে দুটি অপশন আছে ক্রিয়েট এ ক্যানসেল এখান থেকে ক্রিয়েট টিকে সিলেক্ট করে এগিয়ে চলুন।
আপনার প্রয়োজনীয় কয়েকটি বিষয় -
STEP - ৫ : কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবো তার এই পর্বে এসে আগের পর্বে ক্রিয়েট করা চ্যানেলটি এখানে একটি নতুন পপ-আপ খুলবে এবং লেখা থাকবে আপলোড এ প্রোফাইল পিকচার অর্থাৎ এই পর্বে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচার হবে সেটি আপলোড করতে পারেন।
এই বিষয়টিও আগে থেকে আপনাকে ভেবে রাখতে হবে যে আপনি আপনার প্রোফাইল পিকচারে কি ধরনের ছবি দিতে চাইছেন। অবশ্যই প্রোফাইল পিকচারে দেওয়া ছবিটি যেন আপনার চ্যানেলের সঙ্গে সম্পর্কিত হয়।
আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটা আপলোড করার পর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকুন সেখানে দেখবেন একটি কলম আছে অ্যাড লিনক টু ইওর সাইট, এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেল কে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত করতে পারেন।
আপনি যে নামে ইউটিউব চ্যানেল খুলেছেন আমার মতামত থাকবে ঠিক সেই নামে এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে একটি করে একাউন্ট খুলুন খুলে সেই অ্যাকাউন্টের লিঙ্ক এখানে যুক্ত করে দিন।
হয়তো প্রথমত আপনি জানবেন না যেটি ইউটিউব চ্যানেল খুললে তারজন্য এগুলি প্রচন্ড প্রয়োজনীয় কারণ ইউটিউব চ্যানেলের এগুলি এক ধরনের ব্যাকলিংক এর মত কাজ করে যেগুলিতে জন্য আপনার ভিডিওগুলি সামনে আসার জন্য শক্তি পায় অর্থাৎ এগুলো এক ধরনের ইউটিউব এসইও।
এখানে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোর লিংক দেওয়ার পর আপনাকে যা করতে হবে তা হল নিচে দেখুন একটি ডেস্ক্রিপশন লেখার স্থান আছে,এখানে আপনি আপনার চ্যানেল সম্পর্কে একটি ডেস্ক্রিপশন বর্ণনা লিখুন যে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে দর্শককে কি দেখাতে চাইছেন।
এই লেখাটি অবশ্যই সংক্ষিপ্ত এবং এমন হবে যাতে দর্শকরা আপনার এই বিষয়টি পড়ে বুঝতে পারে যে আপনি কি ধরনের ভিডিও প্রফেট করবেন এবং ইউটিউব আপনার এই পেজটি দেখে যেন বুঝতে পারে যে আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন।
আপনার ইউটিউব চ্যানেলের সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি এখানে দেওয়ার পর নিচে আছে সেভ এন্ড কন্টিনিউ প্রয়োজনে আপনি এগুলি না দিও সেটাও করতে পারেন কিন্তু এগুলি দেওয়া উচিত বলে আমি মনে করি এবং এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন এবং সাথে সাথে আপনার একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে।
- আমাদের প্রথম যে প্রশ্ন ছিল কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় তার উত্তর কিন্তু এখানে শেষ হলো অর্থাৎ কি করে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় তা কিন্তু আমি বলে দিয়েছি।কিন্তু আসল বিষয় কি জানেন একটি ইউটিউব চ্যানেল খুললে তার শেষ হয়না তাকে উপযুক্ত ভাবে সেটিংস করতে হয় তবেই তা খুব সহজে ইউটিউবে প্রথম দিকে মোড় নিতে পারে।
- আপনার তৈরি করা ইউটিউব চ্যানেলটি কে এবার যথেষ্ট পরিমাণ ভালোভাবে সেটিংস করতে হবে চলুন কি করে সেটিংস করা যায় তা দেখে নিন।
কিভাবে ইউটিউব চ্যানেল সেটিং করতে হয়
একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এবং ইউটিউব চ্যানেল খোলার পর তাকে কিভাবে সেটিং করতে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখতে হবে যদি এখানে কোন একটি সেটিংস আপনি না করেন বা উল্টোপাল্টা করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি সার্চ ইঞ্জিনে আসবেনা।
প্রথমত আপনার চ্যানেলের জন্য একটি চ্যানেল আর্ট তৈরি করতে হবে। চ্যানেল আর্ট হল একটি বড় মাপের ফটো যাকে আমরা কোনো দোকানের হোল্ডিং এর সঙ্গে তুলনা করতে পারি।
কোন দোকানের বাইরে যে বড় পোস্টার লাগানো থাকে সেখানে কি থাকে সেখানে থাকে সেই দোকানের বিষয়ে নানান রকম বিষয়গুলি যেমন সে দোকানে কি পাওয়া যায়, কি হয়, এবং দোকানটি কি ধরনের ইত্যাদি, ঠিক একই রকম ভাবে আপনাকে এই হোর্ডিং এ লিখতে হবে আপনার চ্যানেলের বিষয়ে।
আপনার ইউটিউব চ্যানেলের চ্যানেল আর্ট আপলোড করার জন্য আপনাকে, আপনার চ্যানেল সেটিংস এ গিয়ে কাস্টোমাইজ চ্যানেল যে অপশনটি থাকবে সেখানে ক্লিক করুন এরপর দেখবেন আপনার তৈরি করা ইউটিউব চ্যানেল টি ওপেন হয়েছে।
এখানে একদম উপরের দিকে দেখুন একটি কালো বর্ডার দিয়ে ঘেরা ব্যানারের জায়গা আছে এবং তার বাঁ দিকে উপরের কোনায় একটি মানুষের চিহ্ন দেওয়া আছে এবং মানুষের চিহ্নের পাশে একটি এডিট অপশন এবং এই ব্যানারে ডানদিকে কোনায় একটি এর অপশন আছে।
ব্যানার আপলোড করার জন্য ডান দিকের কোনায় যে এডিট অপশন আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে একটি নতুন পপ-আপ খুলে যাবে সেখানে লেখা থাকবে এডিট চ্যানেল আইকন।এখানে দুটি অপশন থাকবে এক ক্যানসেল অন্যটি এডিট এখান থেকে আপনি এডিট কে সিলেক্ট করুন।
এডিট কে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে ফটো আপলোড করতে বলবে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে।চ্যানেল আর দেওয়ার জন্য যে ফটোটি বানিয়েছেন সেই ফটোটি এখান থেকে আপলোড করে দিন তবে অবশ্যই চ্যানেল আর্ট ফটোটি যেন 2560 × 1440 মাত্রার হয় এবং সর্বোচ্চ তা 6mb পর্যন্ত হতে পারে।
আপনি যদি চ্যানেল আর্ট এর ডাইমেনশন অর্থাৎ এই মাপ ঠিকভাবে না প্রয়োগ করে আপলোড করতে চান তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আমি ব্যাপারটি না বুঝে আপলোড করার সময় কয়েকবার সমস্যায় পড়েছি।সুতরাং আগে বিষয়টি ভালো করে বুঝে তারপরে আপলোড করুন।
ইউটিউব চ্যানেল সেটিং সেটিং আপনার ব্র্যান্ড বা চ্যানেলের লোগোটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনি একইভাবে বা দিকের উপরের কোন থেকে আপনার চ্যানেলের লোগোটি চেঞ্জ করতে পারেন। এই লোগো আপনার ইউটিউব চ্যানেলে আপনি যখন তখন চেঞ্জ করতে পারেন।
চ্যানেল আর্ট ও চ্যানেলের লোগো সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেলে আপনি এবার সেভ বা ডান করে দিন এবং আপনার এ ডিসপ্লের উপরে ডানদিকে যে আইকন দেখা যাচ্ছে সেখানে থেকে ক্লিক করে মাই চ্যানেল অপশনে ক্লিক করুন। এখান থেকে আপনার চ্যানেলটি খুলে যাবে।
এবার আপনার এখান থেকে সেটিংস অপশনে যেতে হবে এর জন্য আপনি ডিসপ্লের একদম নিচের দিকে বাঁদিকে একটি সেটিং চিহ্ন পাবেন সেখানে ক্লিক করলেই আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিংস খুলে যাবে প্রথমেই আসবে যে আপনি ইনকাম করার জন্য এই ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সুতরাং তার কারেন্সি টাকা কি হিসাবে আসবে আমি বলব এখানে অবশ্যই ডলার $ সিলেট করে রাখুন।।
এরপর বাঁ দিক থেকে চ্যানেল এর উপর ক্লিক করুন সেখানে ক্লিক করলে আপনার চ্যানেলের কি ওয়ার্ড / keywords চাইবে অর্থাৎ আপনি যে চ্যানেলটি খুলেছেন সেখানে কি শব্দের বা কোন বিষয় নিয়ে ভিডিও ছাড়তে চাইছেন সেই কিওয়ার্ডগুলো এখানে লিখতে হবে ধরুন যেমন আপনি কমেডি ভিডিও ছাড়তে চাইছেন তো আপনাকে লিখতে হবে কমেডি ভিডিও, বেস্ট কমেডি ভিডিও ধরনের কিওয়ার্ডগুলো লিখতে হবে।
এখান থেকে আপনি পরপর চার ধরনের সেটিংস করতে পারবেন এটি হলো আপনার বেসিকস, এরপর দেখুন ডান দিকে লেখা আছে - Features eligibility, নিজের দিকে দুটি অপশন আছে যার একটি গ্রিন চিহ্ন দেওয়া আছে এর অর্থ হল যে আপনার চ্যানেলটিতে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তার অনুমতি দেওয়া হয়েছে।
কিন্তু আপনি যদি একটি 15 মিনিটের অধিক ভিডিও আপলোড করতে চান তবে অবশ্যই আপনার নিচের এই অপশনটি তে টাচ করে সেখান থেকে আপনার ফোন নাম্বার ভেরিফাই করে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে।
চ্যানেল ভেরিফাই করতে গেলে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে এবং সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে ইনপুট করলে তবেই আপনার চ্যানেল টি ভেরিফাই হবে এবং আপনি এই সকল এলিজিবিলিটি জন্য অনুমতি পাবেন।
এছাড়া এখানে যে সকল সেটিংস গুলি আছে সেগুলি এই মুহূর্তে আপনার জন্য প্রয়োজন নাই আপনি ধীরে ধীরে যখন শিখে যাবেন তখন আপনার চ্যানেলের জন্য ব্রান্ডিং বা অন্যান্য ফিচারগুলো নিজেই করতে পারবেন।
ইউটিউব চ্যানেলে মনিটাইজ কি করে অন করব
একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এর উত্তর আমরা আগেই পেয়ে গেছি এমনকি একটি ইউটিউব চ্যানেল খোলার সমস্ত সেটিংস গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। কিন্তু একটি ইউটিউব চ্যানেল খুলে যদি আমরা টাকা ইনকাম না করতে পারি তবে চ্যানেল খোলার কোন মানে হয়না।
এই কারণে আমাদের প্রয়োজন ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করা কিন্তু এ টাকা ইনকাম করা কিভাবে সম্ভব। এটা আমরা অনেকেই জানিনা আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তখন আপনার এই ইউটিউব চ্যানেলের ভেতর থেকে আপনার টাকা ইনকাম করার জায়গাটিকে অন করতে হবে।
একটি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে গেলে প্রথমে তাকে মনিটাইজেশন করতে হয়। মনিটাইজেশন কথাটির অর্থ হলো ইনকাম করার জন্য তৈরি করা।ইউটিউব হলো গুগলের একটি প্রোডাক্ট সুতরাং গুগলের যেমন নির্দিষ্ট কিছু প্রাইভেসি পলিসি আছে একই রকমভাবে ইউটিউব এর ও কিছু পলিসি আছে যেগুলোকে আমাদের মানতে হবে তারপরে এই মনিটাইজেশন অন করা সম্ভব।
প্রথমদিকে মনিটাইজেশন অন করতে গেলে ন্যূনতম 10000 ভিউ হলে তা মনিটাইজ হয়ে যেত। কিন্তু পরবর্তী সময়ে ইউটিউব তাদের মনিটাইজেশন এ আরো অনেক কঠিন একটি পদ্ধতি রয়েছে যা আমাদের অর্জন না করা পর্যন্ত চ্যানেল কোনভাবেই মনিটাইজ হওয়া সম্ভব নয়।
বর্তমানে ইউটিউব এর পলিসি অনুযায়ী একটি নতুন চ্যানেলকে মনিটাইজেশন পেতে গেলে তাকে কমপক্ষে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হতে হবে।যদি এই যোগ্যতা' কোন চ্যানেল অর্জন করে তবে সে অটোমেটিক্যালি মনিটাইজেশন এ প্রবেশ করতে পারবে।
কোন চ্যানেল এই 4000 ঘন্টা ওয়াচ টাইম ও 1000 সাবস্ক্রাইবার পাওয়ার পর প্রথমে ইউটিউব কোম্পানি থেকে ভেরিফাই করবে যদি এমন কোনো বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে থেকে থাকে যেটি ইল্লিগাল বা অন্যের কোন কপি করা কনটেন্ট আমরা নিয়ে আমাদের চ্যানেলের উপর ব্যবহার করেছি তবে কিন্তু চ্যানেল কোনভাবে মনিটাইজেশন পাবেনা।
আপনার চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনার চ্যানেল থেকে বাঁদিকের যে বার আছে সেখান থেকে দেখুন একটি ডলারের চিহ্ন আছে।এই ডলারের চিহ্নটিতে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ট্যাবটি খুলে যাবে।
আশা করি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সুতরাং এখানে যদি আপনি ক্লিক করেন তবে লেখা থাকবে যে আপনি এখনো যোগ্যতা অর্জন করেননি একবার যোগ্যতা অর্জন করলে আপনাকে তা জানিয়ে দেয়া হবে মনিটাইজ হওয়ার জন্য।
আমার মতামত : কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় /Kivabe youtube channel khulbo তার সমস্ত পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এমন কোন জায়গায় ফাঁকা রাখিনি যেখানে আপনি কোন সমস্যায় পড়তে পারেন।
সুতরাং যদি আপনি একটি ইউটিউব চ্যানেল খুলতে চান তবে এই পদ্ধতি গুলো দেখে আপনি একটি ভালোভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।ইন্টারনেটে অধিকাংশ বাংলা টিউটোরিয়াল গুলোতে লেখা আছে শুধুমাত্র কি করে ইউটিউব চ্যানেল খুলতে হয় কিন্তু কিভাবে ইউটিউব চ্যানেল কে সেটিংস করতে হয় এবং কিভাবে সেটিংস করলে আপনি যে বিষয়ের উপর ভিডিও বানাবেন সেগুলি ইউটিউব এর প্রথম দিকে আসবে সে বিষয়ে কিন্তু কেউ বলেনি।
আমার একমাত্র উদ্দেশ্য হলো বাংলা ভাষার মাধ্যমে আমার বাঙালি দের সাহায্য করা যেখানে দাঁড়িয়ে পৃথিবীর অন্য সকল মানুষের মতো আমরা এগিয়ে যেতে পারে এই কারণে আমি একটি বিস্তারিতভাবে আলোচনা করলাম জানিনা আপনাদের কতখানি কাজে এসেছে যদি ভালো লাগে এবং উপকার হয় তবে অবশ্যই নিচের কি কমেন্ট করে জানাবেন।
যদি আমার এই ধরনের আলোচনা (Kivabe youtube channel khulbo) আপনাদের ভাল লাগে এবং যদি ভবিষ্যতে আরো ধরনের কোনো তথ্য জানতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অবশ্যই উত্তর দিয়ে সমাধান করার চেষ্টা করব, ধন্যবাদ।
আপনার প্রয়োজনীয় কয়েকটি বিষয় -
Very good article
উত্তরমুছুনThank You
মুছুন