SSD কি? | এস এস ডি কি | SSD ও HDD এর মধ্যে পার্থক্য | SSD Drive এর দাম কত

    যখন কোন কম্পিউটার বা ল্যাপটপের স্টোরেজ এর কথা আসে তখন আমরা প্রথমেই বেছে নি HDD কে। আর আমরা যারা একটু দ্রুত গতিসম্পন্ন স্টোরেজ চাই তারা বেছে নি SSD । কিন্তু বড় প্রশ্ন হল যে SSD কি

    কোন কম্পিউটার বা ল্যাপটপের ষ্টোরেজ সম্পর্কে যখনি ভাবি তখন আমাদের মনে পড়ে হার্ডডিক্স এর কথা। হঠাৎ যখন কোন কম্পিউটার বা ল্যাপটপ কিনতে যাই তখন আমরা বলি যে কত জিবি একটি হার্ডডিস্ক আমরা ক্রয় করব। এই হার্ডডিক্স এর বর্তমান প্রযুক্তির একটি সরলতম মাধ্যম হলো এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ
SSD কি? | এস এস ডি কি | SSD ও HDD এর মধ্যে পার্থক্য | SSD Drive এর দাম কত

     যদিও বেশিরভাগ কম্পিউটার বা ল্যাপটপে আমরা হার্ডডিস্কে দেখতে পাই। হার্ডডিস্ক মূলত আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে একটি বড় আকারের স্টরেজ হিসেবে কাজ করে। আমাদের বিভিন্ন তথ্য বা কম্পিউটারের মধ্যে এই হার্ডডিক্সে জমা থাকে।

    কিন্তু আমরা অনেকেই জানি না যে বর্তমানে এই হার্ডডিক্স এর স্থানে অতি দ্রুত গতিসম্পন্ন একটি ছোট মাপের হার্ডডিক্স বসিয়ে কম্পিউটার বা ল্যাপটপ চালানো সম্ভব। যাকে আমরা আধুনিক প্রযুক্তিতে এসএসডি নাম দিয়েছি।

    সাধারণত হার্ডডিক্স এর এই উন্নত মানের ভাটিতে আমরা অতি দ্রুত গতিতে কোন ডেটাকে প্রসেস করতে পারি। আমরা যখন আমাদের কম্পিউটারে কোন কাজ করি তখন স্বাভাবিকভাবে বলে থাকি যে আমাদের RAM খুব কম পরিমাণ তাই স্লো বা ধীরগতিতে কাজ করছে।

    কিন্তু আমাদের হার্ডডিক্স এর গঠন বা হার্ডডিক্স এর ব্যাপারে কোন কিছু ধারনা নেই তাই আমরা সহজেই এই কথাটি বলে দিই।কারণ একটি দ্রুতগতিসম্পন্ন হার্ডডিক্স যদি আমরা কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করি তবে সেই কম্পিউটার বা ল্যাপটপ টি অতি দ্রুত গতিতে চলতে সক্ষম।

    সুতরাং একটি কম্পিউটার বা ল্যাপটপ যে শুধুমাত্র উন্নত মানের RAM বা প্রসেসর উন্নত মানের হলে দ্রুত গতিতে চলে এটা কিন্তু ভুল ধারণা।কারণ একটি উন্নত মানের এবং আধুনিক এসএসডি যদি কম্পিউটার বা ল্যাপটপে যুক্ত করা যায় তবে তা খুব দ্রুত গতিতে ডেটা প্রসেস করতে সক্ষম।

    কিন্তু সমস্যাটি হল আমরা অনেকেই জানি না যে আসলে এসএসডি কি। যেহেতু জানিনা সেই কারণে এটি আমরা সহজে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে চাইবোনা।এই কারণে আমি আজ এই আর্টিকেলটিতে বর্ণনা করব যে এসএসডি কি এবং কিভাবে হার্ডডিক্স এর পরিবর্তে তাকে ব্যবহার করা যায়।

    কেন আমরা হার্ডডিক্স এর পরিবর্তে একটি এসএসডি ব্যবহার করব এবং তা কোথা থেকে কিনতে পাওয়া যায় এর দাম কত কোনগুলি ভালো সেসব নিয়ে আজ আমরা এই আর্টিকেলটিতে আলোচনা করব। কিন্তু তার প্রথমে চলুন দেখে নিই যে একটি এসএসডি / SSD কি ?



SSD কি| SSD Drive এর দাম কত 


   SSD কথাটির পুরো অর্থ হল সলিড স্টেট ড্রাইভ ( SOLID STATE DRIVE ) ।  এটি একটি নতুন প্রজন্মের ষ্টোরেজ বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা হয়। SSD বর্তমানে পুরানো প্রযুক্তির ফ্লাশ মেমোরি বা হার্ডডিস্ক কে খুব সহজেই হার মানিয়ে দিতে সক্ষম।

    একটি SSD খুব দ্রুত গতিসম্পন্ন যা খুব সহজে আগেকার দিনের হার্ডডিস্কে হার মানিয়ে দেয়। একটি দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার বা ল্যাপটপের জন্য এটি খুব উন্নত প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি করা হয়।

    ২০১৫ সালে হার্ডডিক্স এর প্রতিযোগী হিসেবে সর্ব প্রথম বাজারে আসে সলিড স্টেট ড্রাইভ ( SSD) । এটি এমন একটি উন্নতি প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করা হয় যার জন্য খুব অল্প সংখ্যক স্থানে অনেক বেশি স্টোরেজ সংরক্ষণ করে রাখা সম্ভব হয়।

    যেমন আমরা কোন মাইক্রোচিপ ব্যবহার করি অনেক মাপের তথ্যকে সংরক্ষণ করে রাখার জন্য। সিটি মাইক্রোচিপের আয়তন 1 সেন্টিমিটার যুক্ত হলেও সেখানে কয়েক শ জিবি পর্যন্ত তাকে আমরা সংরক্ষণ করতে পারি। ঠিক একই রকম ভাবে বড় আকারের হার্ডডিক্স কে বাদ দিয়ে আমরা এসএসডি এর মধ্যে তথ্য সংরক্ষণ করতে পারি।

    কম্পিউটারে ব্যবহার হওয়া বড় আকারের হার্ডডিক্স গুলির মধ্যে একটি বড় থাকে কিন্তু এসএসডি এর মধ্যে কোন মুভির থাকেনা সাধারণত NAND এর উপর ভিত্তি করে ফ্লাশ মেমোরি তৈরি করা হয়। সঙ্গে সঙ্গে উচ্চগতিসম্পন্ন।

     এসএসডি হল একপ্রকার NON-VOLATILE মেমোরি, আপনি যদি এই অফ করেন বা বন্ধ করেন সেক্ষেত্রেও কিন্তু এটি আপনার তথ্য কে সংরক্ষণ করতে সক্ষম। পৃথিবীতে যে সকল দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার বা ল্যাপটপ পাওয়া যায় তার মধ্যে ব্যবহার করা হয় এই সলিড স্টেট ড্রাইভ।

    কারণ যেখানে হার্ডডিক্স এর মধ্যে মুভিং পার্ট থাকে ও একটি হেড এর মাধ্যমে সেখান থেকে ডেটা কে সংরক্ষণ করে ও তা আমাদের সামনে তুলে ধরে ঠিক সেখানে এই এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ টি কোন রকম ছাড়া তথ্য সংরক্ষণ ও প্রসেস করতে সক্ষম।

     একটি সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি যদি কম্পিউটারে ব্যবহার করা হয় তবে এর প্রসেসিং সময় অনেক কম লাগে এবং খুব কম সময়ে আমাদের সামনে যেটা প্রসেস করতে সক্ষম। 

    এমনকি বর্তমান দিনে যে সকল গেম বা গেমিং কম্পিউটার গুলি তৈরি করা হয় সেখানেও ব্যবহার করা হয় এই সলিড স্টেট ড্রাইভ এসএসডি।কারণ একটি বৃহৎ আকারের গেম কে প্রসেস করতে গেলে তা দ্রুতগতির প্রসেসর ও এসএসডি ছাড়া সম্ভব নয়।

     তবে যদি আপনার একটি ডেস্কটপ থেকে থাকে তবে আপনি খুব সহজেই একটি এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ তাতে এডাপ্টার দিয়ে যুক্ত করতে পারেন।কিন্তু যদি আপনার কাছে একটি ল্যাপটপ থাকে সে ক্ষেত্রে এটি ব্যবহার করা একটু সমস্যা জনক।

    বেশিরভাগ ল্যাপটপগুলোতে হার্ডডিস্ক ব্যবহার করা হলেও কখনও কখনও এই হার্ডডিক্স গুলিকে সরিয়ে সেখানে খুব সহজেই একটি সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা সম্ভব।

    যদি আপনি একজন গেমিং প্রেমী হয়ে থাকেন তবে অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপে একটি ব্যবহার করলে খুব দ্রুতগতিতে আপনি গেম খেলতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

    যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কে দ্রুতগতি সম্পন্ন করে তুলতে হয় তবে সেজন্য আপনাকে অবশ্যই একটি সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি ব্যবহার করতে হবে।

    কিন্তু যেখানে সাধারণত 1 টি বি হার্ডডিক্স এর মূল্য বর্তমানে তিন থেকে চার হাজার টাকা সেখানে একটি 512 জিবি যুক্ত সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি এর মূল্য 7 থেকে 8 হাজার টাকা। এই কারণে আমরা সাধারণত হার্ডডিস্ক কে বেছে নি।



হার্ড ডিস্ক কি / HDD কি 


     আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি তাদের কাছে এই হার্ডডিক্স কথাটি খুব বেশি পুরোনো নয় আমরা সবাই এই নামটি সম্পর্কে সচেতন। এবং এটাও জানি যে এই হার্ডডিক্স ছাড়া আমাদের কম্পিউটার বা ল্যাপটপ চলতে অক্ষম।

    কিন্তু এই হার্ডডিক্স কি। আসলে হার্ডডিস্ক বা এইচডিডি হলো হার্ড দিস্ক ড্রাইভ। এর মাধ্যমে কোন কম্পিউটার বা ল্যাপটপের কোন তথ্য আমাদের তথ্যকে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এখানে জমা রাখতে পারি।

    সাধারণত হার্ডডিস্ক ড্রাইভ ১৯৫৬ সালের দিকে প্রথম বাজারে আসে এখনো পর্যন্ত এটি সবথেকে জনপ্রিয়তম কম্পিউটার বা ল্যাপটপের স্থায়ী স্মৃতি। কম্পিউটার বা ল্যাপটপের প্রধানত দুটি মেমোরি থাকে তার মধ্যে এটি হল স্থায়ী স্মৃতি কেন্দ্র বা স্থায়ী মেমোরি। 

    এই হার্ডডিস্ক ড্রাইভ এর মধ্যে আমাদের তথ্য সঞ্চিত থাকে এমনকি কোন কম্পিউটার বা ল্যাপটপের অপারেটিং সিস্টেম এর সমস্ত হার্ডডিক্স এর মধ্যে সঞ্চিত থাকে। সুতরাং একটি হার্ডডিস্ক ছাড়া আমরা কখনই একটি কম্পিউটার বা ল্যাপটপ কে চালাতে পারবো না।

    বর্তমানে একটি কম্পিউটার বা ল্যাপটপের জন্য হার্ডডিক্স খুব বেশি মূল্য দিয়ে আমাদের কিনতে হয় না তিন থেকে চার হাজার টাকার মধ্যে আমরা খুব সহজেই একটি 1 যুক্ত টি বি যুক্ত হার্ডডিক্স পেয়ে যাই।

    হার্ডডিক্স মূলত কতগুলি সমকেন্দ্রিক চাকার মতো চাকতি দ্বারা গঠিত যাকে প্লেটার্স বলে। এবং এই ফ্লাটার্স গুলি ম্যাগনেটিক ফিল্ড ঢাকা থাকে। এদের উপরিভাগে যুক্ত থাকে একটি হেড যা আমাদের তথ্য সংরক্ষণ ও তথ্যকে আমাদের সামনে তুলে ধরতে সাহায্য করে।

    হার্ডডিস্ক ড্রাইভ এ যে সমস্ত ডাটা বা তথ্য সংরক্ষিত হয় তা রেনডম হবে অর্থাৎ সাজিয়ে নয়। এটিও এক প্রকার নন ভোলাটাইল মেমোরি সুতরাং কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরও আমাদের তথ্য এই স্মৃতিতে স্থায়ীভাবে সঞ্চিত থাকে।

    সাধারণভাবে হার্ডডিস্ক ড্রাইভ গুলি একটি আরপিএম এর উপর নির্ভর করে তাদের ইস্পিড প্রদান করে। অর্থাৎ আপনি যে হার্ডডিস্ক ড্রাইভ টি ব্যবহার করছেন তার আরপিএম কত এর উপর নির্ভর করে আপনি আপনার কম্পিউটারের স্পিড পেতে পারেন।

    একটি হার্ডডিস্ক ড্রাইভের প্রাথমিক বৈশিষ্ট্য হলো এটি আমাদের তথ্য সংরক্ষণ করে রাখতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে তথ্য আমরা একটি হার্ডড্রাইভে জমা রাখতে পারি।


SSD ও HDD এর মধ্যে পার্থক্য


     সলিড স্টেট ড্রাইভ ও হার্ডডিস্ক ড্রাইভ দুটি মুখ্য প্রাথমিক উদ্দেশ্য আমাদের কোন তথ্য কম্পিউটার বা ল্যাপটপের সংরক্ষণ করে রাখা। কিন্তু এদের গঠনগত বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা। এবং উদ্দেশ্যটি অবশ্যই আলাদা।

    গঠনগত দিক থেকে এসএসডি ও এইচডিডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ ও হার্ডডিস্ক ড্রাইভ এদের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। সাধারণত কম্পিউটারের ক্ষেত্রে হার্ডডিক্স গুলি 6 থেকে 7 ইঞ্চি লম্বা যুক্ত হতে পারে। কিন্তু সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি গুলি সাধারণত আয় থেকে 3 ইঞ্চি যুক্ত হয়ে থাকে।

    এই দুটি ড্রাইভের গঠনগত যেমন পার্থক্য আছে তেমনি কার্যগত দিক থেকেও পার্থক্য আছে।একটি ওয়ান জিবি মাপের তথ্যকে একটি হার্ডডিস্ক ড্রাইভ প্রসেস করতে যদি 10 সেকেন্ড সময় নাই সেখানে একটি সলিড স্টেট ড্রাইভ এসএসডি প্রসেস করতে এক সেকেন্ড সময় নেবে। অর্থাৎ ঈদের কার্যগত দিক থেকে অনেক পার্থক্য আছে।

    হার্ডডিক্স এর বাজারমূল্য একটি সলিড স্টেট ড্রাইভ এসএসডি এর থেকে অনেক কম। আবার অনেক কম দামে হার্ডডিক্সে অনেক বেশি পরিমাণ স্টরেস আমরা ক্রয় করতে পারি। কিন্তু সেই দামে একটি এসএসডি তে আমরা খুব অল্প পরিমাণ জায়গা পেয়ে থাকি।

    যেখানে একটি হার্ডডিস্ক ড্রাইভ প্রতি সেকেন্ডে 50 থেকে 100 কুড়ি এমবি প্রসেস করতে পারে সেখানে একটি এসএসডি 1 সেকেন্ডে 200 থেকে 500 এমবি পর্যন্ত করতে সক্ষম।

    যদি আপনি আপনার পুরানো কোনো কম্পিউটার বা ল্যাপটপ থেকে দ্রুত গতিতে প্রসেস করার চেষ্টা করেন তবে তা সম্ভব নয় কিন্তু সেখানে যদি একটি এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ থেকে থাকে তবে অবশ্যই সেটি সক্ষম।



আমার মতামত :   আমরা যখন একটি কম্পিউটার বা ল্যাপটপ কিনতে যাই তখন সর্বপ্রথম আমাদের মাথায় আসে তার বাজেট অর্থাৎ আমরা বাজেটের উপর নির্ভর করে আমাদের সকল প্রকার গেজেট কে ক্রয় করে থাকি।

    এই কারণে সর্বপ্রথম পছন্দ থাকে একটি অল্প দামে এবং বেশি মাত্রার মেমোরি যুক্ত হার্ডডিস্ক ড্রাইভ বা HDD।কিন্তু যখনই আমরা বুঝতে পারি যে আমাদের এই গতি থেকে আরও বেশি ক্ষতি প্রয়োজন তখনই কিন্তু আমরা সলিড স্টেট ড্রাইভ বা এসএসডির থেকে ঝুঁকে পরী।

    তবে যদি আপনি একটি বাজেট কম্পিউটার বা ল্যাপটপ কিনতে বা তৈরি করতে চান তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে হার্ডডিস্ক ড্রাইভ বা এইচডিডি কিনতে হবে।

    কিন্তু যদি একটি দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার বা ল্যাপটপ তৈরি বা বানাতে চান তবে অবশ্যই আপনাকে একটি এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ কিনতে হবে কেননা সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি এর প্রসেসিং ক্ষমতা অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন আমরা আগেই আলোচনা করেছি।

    সাধারণত যদি আপনি গেমিং করার জন্য একটি পিসি বা কম্পিউটার তৈরি করতে চান তবে অবশ্যই আপনাকে সেই কম্পিউটারে একটি এসএসডি যুক্ত করতে হবে, ধন্যবাদ।।