Toolkit কি ? Toolkit কিভাবে কাজ করে ? Disha Ravi | Greta Thunberg

টুলকিট কি ( What Is Toolkit ) -  বিগত কয়েকদিন ধরে ইন্টারনেটে আমরা একটি শব্দ বহুবার শুনে আসছি তাহলো টুলকিট কিন্তু কি এই টুলকিট এবং কেন তা নিয়ে এত বিতর্ক সে বিষয়ে আমাদের তেমন কোন ধারণা নেই। আপনি হয়তো এটাও শুনেছেন যে এই সামান্য টুলকিট Toolkit  শব্দটি নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় স্তরে কিভাবে বড় সমস্যা দানা বেঁধেছে। 

    যদি আপনি এই টুলকিট বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা ও বর্তমানে ঘটে যাওয়া টুলকিট আন্দোলন / Toolkit Movement ও সমস্যা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে এটি আপনার জন্য সঠিক জায়গা, 

Toolkit কি ? Toolkit কিভাবে কাজ করে ?


   তবে টুলকিট ও সেই সম্পর্কিত সমস্ত বিষয়গুলি সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমি একথা বলতে চাই এটি কোন রকম ভাবে টুলকিট কে বা টুলকিট আন্দোলন গুলি কে প্রভাবিত করার জন্য আর্টিকেল নয়। এই আর্টিকেল লেখার প্রধান উদ্দেশ্য হলো টুলকিট ও যাবতীয় টুলকিট সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে ধারণা লাভ করা। 

    যদি আপনার এই আর্টিকেলটি নিয়ে কোন রকম সমস্যা সৃষ্টি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেই সম্পর্কে সদর্থক পদক্ষেপ নিতে বাধ্য থাকব। তাহলে চলুন আমরা দেখিনি টুলকিট কি What Is Toolkit ?


টুলকিট কি What Is Toolkit ? 


    টুলকিট Toolkit  একটি ইন্টারনেটে আলোচনার মাধ্যমে। আপাতত এটুকু জেনে রাখুন যে টুলকিট এমন একটি মাধ্যম যেখানে অনেকের মতামত বিভিন্নভাবে একটি জায়গাতে লিপিবদ্ধ করে কোন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো সোশ্যল মাধ্যমে তাকে শেয়ার করতে পারে।

   এই টুলকিট ঘটনাটি নতুন কোন বিষয় নয় যখন বিশ্বের বেশিরভাগ দেশগুলি অন্য কোন উপনিবেশিক দেশের কাছে পরাধীন ছিল তখন থেকে এই ধরনের আন্দোলন গুলি সংঘটিত হত Toolkit ব্যবস্থার মাধ্যমে। আমরা যদি মনে করি সেই স্বদেশী আন্দোলনের যুগের কথা তবে সেখানে বিভিন্ন আন্দোলন ও ঘটনাগুলিকে সমাজের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য কখনো চিঠি কখনোবা ডায়েরী কে ব্যবহার করা হতো।

    বর্তমানে ইন্টারনেটের ঘটে যাওয়া এই টুলকিট বিষয়টিও একই রকম একটি বিষয়। আগে কোন ঘটনার প্ল্যানিং বা পরিকল্পনা করা হতো ডায়েরিতে লিখে, এবং সেই ডায়েরিটি একটি গোষ্ঠীর মধ্যে দিয়ে দেওয়া হতো তাদের মতামত লিখে গোষ্ঠীর অন্য কারোর কাছে পৌঁছে দেওয়ার জন্য। 

   এই ঘটনার মাধ্যমে কোন একটি গোষ্ঠীর মধ্যে থাকা সকল মানুষের কাছ থেকে কোন প্ল্যান বা পরিকল্পনার একটি রূপরেখা তৈরি করা হতো, আর সেই পরিকল্পনা মতো সেই কাজটি করা হতো। এই পদ্ধতি ছিল আগেকার দিনের পরিকল্পনা রূপায়ণের একটি মাধ্যম।

   কিন্তু বর্তমানে অত্যাধুনিক ইন্টারনেট ব্যবস্থার ফলে টুলকিট ব্যবস্থা আজ ইন্টারনেটের মাধ্যমে আমাদের কাছে উপস্থিত হয়েছে। এখন বর্তমান দিনে ডায়েরি লেখার প্রচলন খুব কম কার জায়গাতে অত্যাধুনিক মানের কিছু ইন্টারনেটে লেখালেখির জায়গা আমরা খুব সহজেই হাতের মুঠোয় পেয়েছি। এই সকল ব্যবস্থা গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো গুগোল Doc । 

   এই গুগল ডক্স একটি ডাইরির মত লেখালেখির জায়গা যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু বিষয়কে লিখে রাখতে পারি এবং তাকে খুব ভালোভাবে সুরক্ষিত অবস্থায় রাখতে পারি। আর এই গুগোল ডকস ব্যবহার করার সবচেয়ে অন্যতম কারণ হলো এটি খুব সহজেই বহু মানুষের সঙ্গে শেয়ার করা যায়। আর যে সকল মানুষ এটি পাবে তারা খুব সহজেই এটিতে তাদের বিভিন্ন পরিকল্পনা গুলি লিখে অন্যকে শেয়ার করতে পারে।

   বর্তমানে ভারত বর্ষ সহ পৃথিবীর অন্যান্য দেশগুলিতে টুলকিট নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার মূল বিষয়টি হলো এটি আমি উপরে আলোচনা করলাম।

   অর্থাৎ টুলকিট / Toolkit হল এমন একটি মাধ্যম যেখানে নিজের মতামত বা পরিকল্পনাকে লিখে অন্যের সঙ্গে খুব সহজে শেয়ার করা যায় তাদের পরিকল্পনা বা মতামত গুলিকে এক জায়গাতে লিপিবদ্ধ করার জন্য। 
   আশাকরি টুলকিট কি এটি আপনারা এতক্ষণে খুব সহজে বুঝতে পেরেছেন। কিন্তু বর্তমানে টুলকিট নিয়ে যে ধরনের অশান্তি সৃষ্টি হয়েছে তার বিশদ আলোচনা আপনি না জানলে অনেক কিছু থেকে বঞ্চিত হবেন তাই বর্তমানে টুলকিট এর অশান্তি সম্পর্কে জানতে হলে নিচে অবশ্যই পড়তে থাকুন।


Toolkit এর বর্তমান অশান্তি


     আমরা উপরে Toolkit কি, তা নিয়ে বিশদ আলোচনা করেছি যা পড়লে টুলকিট সম্পর্কে আপনার যথেষ্ট ও সঠিক ধারণা হবে বলে আশা করি। এখন আমরা যে বিষয়টি জানতে চাই তা হল টুলকিট নিয়ে বর্তমানে পৃথিবীতে যে সমস্যা তৈরি হয়েছে সেটি কি ?

   আমরা বাংলা ভাষী হওয়ার দরুন কমবেশি এটুকু জানি যে বর্তমানে উত্তর-পশ্চিম ভারতের কৃষক সংগঠনগুলির ভারত সরকার কর্তৃক প্রদান করা নতুন কৃষি বিল কে নিয়ে আন্দোলন শুরু করেছে। যে আন্দোলনটি ধীরে ধীরে দেশীয় স্তর ছেড়ে আন্তর্জাতিক স্তরে খুব সহজে জনপ্রিয় হয়ে উঠেছে।

   এই কৃষক আন্দোলন কে পাশে রেখে বিশ্বের জনপ্রিয় কিছু ব্যক্তিবর্গ তারা কখনো টুইট কখনো বিভিন্ন লেখালেখির মাধ্যমে কৃষকদের সমর্থন কখনোবা সরকারের সমর্থন করে চলেছে। বলে যেতে পারে কৃষক আন্দোলন বর্তমানে ইন্টারনেট যুদ্ধের তৈরি করেছে। এরকম অবস্থায় বর্তমানের এই টুলকিট অশান্তি সৃষ্টি করেছে।

   কৃষক আন্দোলন কে হাতিয়ার করে কোন কোন পরিবেশবিদ বা সমাজবিদ বিভিন্ন রকম লেখালিখি সবসময় চালিয়ে যাচ্ছে এদের মধ্যে সুইডেনের এক পরিবেশ রক্ষা বিদ মাত্র 18 বছরের গ্রেটা থুনবার্গ / Greta Thunberg, সে একটি টুইট করার পাশাপাশি টুলকিট প্রকাশ করেছে। 

   বর্তমান ভারত বর্ষ সহ বিশ্বে টুলকিট নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা শুরু হয়েছিল এই গ্রেটা থুনবার্গ এর টুলকিট শেয়ার ঘটনা থেকে। আমরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে পরে আরও বিস্তারিত ভাবে আলোচনা করব এই আর্টিকেলটিতে।

   গ্রেটা থুনবার্গ যে টুলকিট টি প্রকাশ করেছিল তাতে তিনি বিশদভাবে লিখেছিলেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে, তিনি লিখেছিলেন যারা ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে বেশি কিছু জানেনা তাদের জন্য এই পোস্ট এবং সঠিক জানার জন্য এই টুলকিট। যদিও এই টুলকিট তিনি পরে ডিলিট করে দিয়েছেন । 

    এছাড়াও টুলকিট দিতে তিনি লিখেছিলেন যে এখানে কৃষকদের বিভিন্ন সমস্যা এবং কৃষক আন্দোলনে জড়িত বিভিন্ন বিষয়গুলি কোন ব্যক্তি এতে সরাসরি যথাসময়ে শেয়ার করতে পারে। আর মোটামুটি 300 শব্দের ভিতর তিনি ভারতের কৃষক আন্দোলন কি সে বিষয়ে বোঝানোর চেষ্টা করেছে। 

   গ্রেটা থুনবার্গ / Greta Thunberg এই টুলকিট দুই ধরনের একশন এর কথা বলেছেন - একটি অ্যাকশন খুব দ্রুত ভাবে নেওয়া হবে বা নেওয়া যেতে পারে আরেকটি একশন হল যেটাকে আমরা গুরুত্ব দিতে পারি বা প্রায়োরিটি দিতে পারি। এবং এই দুই একশন কে কিভাবে সমর্থন করতে হবে তার বিশদ ভাবে টুইটের হ্যাশট্যাগ গুলিও তিনি বলে দেন।

    গ্রেটা থুনবার্গ এর টুইট টিতে আরো বলা হয়েছে বিভিন্ন প্রবাসী ভারতীয় যে যে দেশে আছে সেখানে ভারতীয় এম্বাসি গুলির সামনে গিয়ে যেন কৃষক আন্দোলনের সমর্থনে বিদ্রোহ প্রকাশ করা হয় এবং সেই বিদ্রোহ সম্পর্কিত বিভিন্ন ছবিগুলি যেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়। এইগুলি ছিল দ্রুত একশন গুলির মধ্যে কয়েকটি।

    গ্রেটা থুনবার্গ প্রকাশিত এই টুলকিট ভারতে ব্যাঙ্গালোরে থাকা Disha Ravi দিল্লি পুলিশ ও ভারতীয় সাইবারক্রাইম দপ্তর এর মত অনুযায়ী নাকি এডিট করে ও বিভিন্ন পরিকল্পনাগুলি এর সঙ্গে যুক্ত করে যাতে কৃষক আন্দোলন আরও ভয়াবহ রূপ নেয় ও বিভিন্ন ভাবে দেশের অর্থনৈতিক সামাজিক ভিত্তি দুর্বল করে ফেলা যায়।

   এই কারণে ভারতীয় পুলিশ ও সাইবারক্রাইম দপ্তর থেকে দিশা রবিকে গ্রেপ্তার করে ফেলে, কারণ হিসাবে বলা হয় যে ভারতে বিস্তারিত এই কৃষক আন্দোলন কে রূপরেখা তৈরি করার জন্য এই টুলকিট যথেষ্ট পূর্ণ ভাবে দায়িত্ব নিয়েছিল। এমনকি যারা এই টুলকিট নির্মাণ করেছে পরিকল্পনা তৈরি করেছে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে থাকে ভারতীয় পুলিশ। 

All About Toolkit On Video -




   দিল্লি পুলিশ দিশা রবিকে গ্রেপ্তার করার কারণ ছিল যে গ্রেটা থুনবার্গ কর্তৃক প্রকাশিত দুটি সে এডিট করেছে ও পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে এই টুলকিট শেয়ার করেছে সুতরাং সুরক্ষা দপ্তর এর মত অনুযায়ী এইভাবে কৃষক আন্দোলন কে পরিকল্পনামাফিক আরো সমস্যা তৈরি করার জন্য পুলিশ তার বিরুদ্ধে মামলা করে।

👉  যদি দিশা রবিগ্রেটা থুনবার্গ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবশ্যই নিচে কমেন্ট করলে আমি গ্রেটা থুনবার্গ ও দিশা রবি সম্পর্কে যথাযথ ভাবে এখানে আলোচনা করে দেব।


আমার মতামত ::   এই টুলকিট আন্দোলন /  Movement Toolkit ও টুলকিট এর বিস্তার নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সম্পর্কে এবং ইন্টারনেটের বিভিন্ন তথ্য থেকে যা পেয়েছি তা এখানে তুলে ধরেছি মাত্র। 

    এ কথা সত্য যে বিজ্ঞান ধীরে ধীরে আমাদের অনেক উন্নততর করে তুলেছে। বর্তমানের এই টুলকিট টিও সেই একই রকম বিজ্ঞানের অবদান। বিজ্ঞান যেমন আমাদের সমস্ত কর্মকাণ্ড কে সহজ করে দিয়েছে তেমনি অনেকগুলি অভিশাপের হিসাবেও আমাদের সামনে অবস্থান করে। তাই বিজ্ঞানের সকল বিষয়গুলিকে আমাদের সাবধানে ব্যবহার করা উচিত যাতে তা শুধুই আশীর্বাদ ও অভিশাপ নয়। 

READ MORE