মাংকি পক্স ভাইরাস | মাংকি পক্স ভাইরাস কিভাবে ছড়ায় | চিনবো কিভাবে
গত দুই বছর ধরে করোনাভাইরাস এর যে মহামারী সমস্ত বিশ্ব দেখেছে তাতে আমরা অনেকটা তটস্থ হয়ে আছি এমত পরিস্থিতিতে নতুন নতুন ভাইরাস আমাদের পৃথিবী কে ধ্বংস করতে চাইছে কিন্তু মানব প্রজাতির উন্নত গবেষণা আর অলস প্রচেষ্টার ফলে তার কোন ভাইরাস এখনো পর্যন্ত সফল হতে পারেনি।
![]() |
মাংকি পক্স ভাইরাস |
ঠিক এরকম পরিস্থিতিতে আরেকটি ভাইরাসের কথা শোনা যাচ্ছে যার নাম মাংকি পক্স ভাইরাস ।
মাংকি পক্স ভাইরাস কি ?
মাংকি পক্স ভাইরাস ( Monkey-Pox-Virus) প্রথম দেখা যায় 1970 সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো দেশ। যেখানে নয় বছর বয়সের একটি ছেলের এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে দেখা গিয়েছিল। এই ভাইরাসের এই ধরনের নামকরণের কারণ হলো অনুমান করা হয় মাঙ্ক Monkey বানর থেকে ভাইরাস ছড়াই সেই কারণে।
মাংকি পক্স এমন এক ধরনের ডিজিজ জানোয়ার থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সুতরাং এই ভাইরাস মানুষের মানুষের ছড়াতে পারে না যতক্ষণ না পর্যন্ত এক ব্যক্তি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।
মাংকি পক্স ভাইরাসের ইতিহাস
Covid-19 এর পর খবরে এক নতুন ভাইরাস সম্পর্কে বেশ অনেকদিন আলোচনা শুরু হয়েছে যা হলো মাঙ্কি ভাইরাস বা মাঙ্কি পক্স ভাইরাস তবে এটি নতুন কোন ভাইরাস না বা আমাদের কাছে এটি নতুন নয়। তবে এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে কোন জানোয়ার থেকে এই ভাইরাস প্রথমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।
এই ভাইরাস আসলে আফ্রিকার ট্রপিক্যাল রেইন ফরেস্ট যুক্ত অঞ্চলে বেশি পরিমাণে দেখা যায়। এই ধরনের ভাইরাস গুলি জলজ পরিবেশ বিস্তার লাভ করে আর যেহেতু এসকল গভীর জঙ্গলে প্রচুর বানর প্রজাতি দেখা যায় তাই এই ভাইরাস গুলি প্রথম জানোয়ার অ্যাটাক করে তারপর আস্তে আস্তে জনসমাজে ছড়িয়ে পড়ে।
মাংকি পক্স ভাইরাস কিভাবে ছড়ায় ?
মাংকি পক্স ভাইরাস যেহেতু ট্রপিক্যাল রেইন ফরেস্ট থেকে সৃষ্টি হয় সুতরাং মানুষের মধ্যে ছড়িয়ে পড়া খুব সহজ ব্যাপার নয় প্রথমত কোন জানোয়ারের দেহে প্রবেশ করবে এবং তাকে এফেক্টেড করে তার দেহ থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে। তবে এই বিষয়টিও খুব সহজ নয় যদি না ওই প্রাণীর দেহ থেকে কোন বডি ফ্লুইড একচেঞ্জ হয়ে মানুষের দেহে প্রবেশ করে।
তবে করোনাভাইরাস এর মত রেসপিরেটরি ড্রপলেট যদি মানুষের দেহে প্রবেশ করে কোন শ্বাস অঙ্গ দিয়ে তবে সেই ব্যক্তি খুব সহজেই মান্টি পক্স ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়তে পারে।
যদি আপনি একজন মাংকি পক্স ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত টাওয়াল, বিছানা বা কোন কিছু ব্যবহার করেন তবে খুব সহজেই ওই ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারবে।
মাংকি পক্স ভাইরাস চেনার উপায়
মাংকি পক্স ভাইরাস আক্রান্ত হলে কোন ব্যক্তির মধ্যে খুব বেশি পরিবর্তন দেখা দেয় না তবে অনান্য ভাইরাসের মত এটিতে আক্রান্ত কোন ব্যক্তির জ্বর, মাথা ব্যাথা. জানা এগুলো সাধারন উপশমের মত হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আক্রান্ত ব্যক্তির দেহে আক্রান্ত হওয়ার কয়েক দিন পর চিকেন পক্স এর মত সমস্ত গায়ে এক ধরনের রস বের হতে। তবে এটি সবক্ষেত্রে বা সবার ক্ষেত্রে নাও হতে পারে।
চিকেন পক্স ভাইরাস থেকে মুক্তির উপায়
চিকেন পক্স ভাইরাস পৃথিবীতে নতুন না হলেও এখনো পর্যন্ত এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো প্রমান সহ ট্রিটমেন্ট নেই তবে এক গবেষণায় জানা গেছে এটি সাধারণ মাইল্ড ভাইরাস যা এক মাসের মধ্যেই নিজে নিজেই শেষ হয়ে যায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোতাবেক এই ভাইরাস বাচ্চাদের শরীরে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
👉👉 বন্ধুরা সব সময় আমরা চেষ্টা করি নতুন নতুন তথ্য আপনাদের মধ্যে সাধারণ বিষয় এর ধারনা কে আরো বাড়িয়ে তুলতে সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য জোগাড় করে এসব ধরণের পোষ্ট গুলি করে থাকি। সুতরাং সেই প্রচেষ্টা যদি আমার সফল হয় তবে অবশ্যই কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আর এছাড়া নতুন নতুন এ ধরনের তথ্য পেতে অবশ্যই পাশে থাকুন ।
- HOW TO DELETE GMAIL ACCOUNT FROM MOBILE
- Seller.json এডসেন্স এ কিভাবে ঠিক করতে হবে।
- pub- g ও free fire মোবাইল গেমিং প্রসেসর।
- VPN কি ? মোবাইল ও কম্পিউটারে কিভাবে VPN ব্যবহার করা যায়
- অনলাইনে টাকা ইনকাম করার সহজ 10 টি উপায়।
- গুগল সার্চ কনসোল কি কিভাবে সাহায্য করে গুগল সার্চ কৌশল এর গুরুত্ব
- HOW TO DELETE GMAIL ACCOUNT FROM MOBILE
- Seller.json এডসেন্স এ কিভাবে ঠিক করতে হবে।
- pub- g ও free fire মোবাইল গেমিং প্রসেসর।
- VPN কি ? মোবাইল ও কম্পিউটারে কিভাবে VPN ব্যবহার করা যায়
- অনলাইনে টাকা ইনকাম করার সহজ 10 টি উপায়।
- সাইলো স্ট্রাকচার কি এসইও তে কিভাবে সাহায্য করে।
- এসইও কি এসইওর এটুজেড শিখুন।
- কিভাবে আর্টিকেল লিখলে তা সহজে রাঙ্ক করানো যায়।
- CPA মার্কেটিং করে অনলাইনে ইনকাম করুন।
- মেটাভার্স কি | মেটাভার্স কিভাবে কাজ করে
Comments 0
EmoticonEmoticon