IPL 2025 : কোথায় শুরু হচ্ছে আগামী বছরের IPL এর প্রথম ম্যাচ। চলুন দেখে নিই এক মুহূর্তে

IPL 2025 কলকাতা ফাইনাল জেতার পর পরই যেমন শেষ হলো এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তেমনি শুরু হলো 2025 এর আইপিএল এর মহড়া। কবে হবে আগামী বছরের আইপিএল শুরু, কোথায় শুরু হচ্ছে আগামী বছরের IPL এর প্রথম ম্যাচ। চলুন দেখে নিই এক মুহূর্তে

 

Table of Contents

IPL 2025

Indian Premier League যা বিশ্ব ক্রিকেট এর সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট। সম্প্রতি শেষ হলো এবছরের IPL খেলা, আর শুরু হলো আগামী বছরের আইপিএল এর শুরু।

২০১৩ ও ২০১৫ সালের আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল কলকাতা পেয়েছিল। তার আগের বছরগুলিতে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার কারণে।

কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হতেই খুশির খবর। আগামী বছরের আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল পাওয়া নিশ্চিত হয়ে গেল ইডেনের।

 

২০২৫ এর IPL কোথায় শুরু হবে ?

নিয়ম অনুযায়ী, যে দল আইপিএল চ্যাম্পিয়ন হয় তাদের হোম গ্রাউন্ডেই পরের বছর হয় আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল। এ ছাড়া ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ারও পড়ে সংশ্লিষ্ট স্টেডিয়ামে। সেই নিয়ম অনুযায়ী ইডেন পাচ্ছে দুই মেগা ম্যাচ।

 

আইপিএলের ফাইনালের আসরে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য অভিষেক ডালমিয়া। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চেও ছিলেন। এ ছাড়া আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ রক্ষা করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝা।

কেন না, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের আগে ইডেনে চলবে সংস্কারকাজ। দর্শকাসন বাড়ানো হতে পারে। ২০২৩ সালের বিশ্বকাপের আগেও ইডেনে ক্লাব হাউস-সহ বেশ কিছুটা জায়গায় সংস্কার হয়েছে। এরপর হবে বাকি অংশের কাজ।

২০১৩ সালে ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্স। ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে কেকেআর। সে বছর ইডেনেই দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতাতেই।

 

২০১৫ সালের আইপিএলে উদ্বোধনী ম্যাচ হয়েছিল কলকাতায়। ৯ বল বাকি থাকতে সাত উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় কেকেআর। ওই বছর ফাইনালে ইডেনে চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

2025 এর IPL আইপিএল এর মহড়া : IPL 2025 ipl 2025,ipl 2025 mega auction,2025 ipl,ipl 2025 auction,ipl 2025 all team squad,rcb squad 2025,ipl 2025 retained players,mi 2025,rcb 2025,ipl 2025 mega auction rules,

 

2025 এর IPL আইপিএল এর মহড়া : IPL 2025

2025 ipl teams,ipl 2025 rohit,csk squad 2025,2025 csk squad,csk 2025 squad,rcb team 2025 players list,players new team in ipl 2025,ipl auction 2025,ipl 2025 retained players list

 

ipl 2025,ipl 2025 mega auction,bpl 2025,rcb 2025,psl 2025,আইপিএল 2023 নিলাম,rcb team 2025,rcb 2025 squad,rcb squad 2025,2025 rcb squad,আইপিএল ২০২৪,rcb new team 2025,ipl 2025 rcb squad,rcb players list 2025,আইপিএল মেগা নিলাম

Leave a Comment