Vivo X Fold 3 Pro : জেনে নিন সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোনের দাম, স্পেসিফিকেশন, ক্যামেরা

Vivo X Fold 3 Pro – vivo x fold 3 pro launce date specifications and price ফোনের দাম, স্পেসিফিকেশন, ক্যামেরা vivo x fold 3,vivo fold 3, vivo fold 3 pro,vivo x fold 3 pro unboxing,vivo x fold 3 pro review, vivo x fold 3 pro camera, vivo x fold 3 pro camera test,vivo x fold 3 pro specs, vivo x fold 3 pro price,x fold 3 vivo,vivo x fold 3 unboxing, x fold 3 pro,vivo x fold3 pro,vivo x fold 3 specs, vivo x fold 3 review, vivo x fold 3 price,vivo x fold 3 series,vivo x fold 3 plus, fold 3 vivo,x fold 3, vivo x fold3 pro unboxing,vivo fold3 pro

 

এক নজরে Vivo X Fold 3 Pro

 • 8.03-ইঞ্চির AMOLED প্রাইমারি ডিসপ্লে

 • 6.53-ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে

 • স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর

 • 16GB RAM

 • 512GB স্টোরেজ

 • 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা

 • 32MP ফ্রন্ট ক্যামেরা

 • 5700mAh ব্যাটারি

 • 100W ফাস্ট চার্জিং

 • 50W ওয়্যারলেস চার্জিং

 

Vivo X Fold 3 Pro

Vivo বাজারে তাদের Vivo X Fold 3 Pro ফোনটি লঞ্চ করেছে।  ভারতের বাজারে ফোল্ডেবল ফোনের লিস্ট আরও বড় হয়ে গেল, কারণ কোম্পানি স্যামসাঙ, ওয়ানপ্লাস এবং টেকনো এর মতো ব্র্যান্ডগুলিকে প্রতিযোগিতা দেওয়া জন্য প্রস্তুত। এই নতুন ফোনটি সবচেয়ে পাতলা 11.2 এমএম সহ ডিজাইন এবং বিভিন্ন শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দাম এবং ফুল ডিটেইলস সম্পর্কে।

 

Vivo X Fold 3 Pro এর স্পেসিফিকেশন

 

ডিসপ্লে: Vivo X Fold 3 Pro স্মার্টফোনে 2,480 x 2,200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির এক্সটারনাল এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 8.03 ইঞ্চির ইন্টারনাল এমোলেড প্যানেল সহ 2,748 x 1,172 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হয়েছে।

প্রসেসর: ভারতে Vivo X Fold 3 Pro স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেটের সাহায্যে গেমিং সহ অন্যান্য বিভিন্ন অপশন দুর্দান্ত পারফরমেন্স দেবে।

স্টোরেজ: Vivo X Fold 3 Pro ফোনে 16জিবি LPDDR5x RAM এবং 512জিবি UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo X Fold 3 Pro ফোনের রিয়ার প্যানেলে ZEISS প্রোফেশনাল ইমেজিং ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50MP OV50H প্রাইমারি, 50MP আলট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স 3x অপ্টিকল জুম এবং 70 মিমি ফোকাল লেন্থ সহ 64MP পেরিস্কোপ লেন্স যোগ করা হয়েছে। একইসঙ্গে V3 ইমেজিং চিপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Vivo X Fold 3 Pro ফোনে 100W ফাস্ট চার্জিং স্পীড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড এবং শক্তিশালী 5,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Vivo X Fold 3 Pro ফোনে স্টিরিয় স্পিকার এবং ওয়্যারলেস ল্যাসলেস হাই-ফাই অডিও, ওয়াই-ফাই-7, ডুয়াল সিম 5জি, আইআর ব্লাস্টার এনএফসি, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IPX8 Rating, বিশেষ AI ফিচার এবং আলট্রা-সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম: Vivo X Fold 3 Pro স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং OriginOS 4 সহ ভারতে লঞ্চ করা হয়েছে

 

Vivo X Fold 3 Pro এর দাম

 • ভারতীয় বাজারে Vivo X Fold 3 Pro স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
 • এই স্মার্টফোনটি 16GB RAM + 512GB মডেলের দাম 1,59,999 টাকা রাখা হয়েছে।
 • এই ফোনটি সেলিস্টিয়াল ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
 • আজ থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, আমাজন, ভিভো ই-স্টোর এবং রিটেল স্টোরগুলিতে এই ফোনটির প্রি-বুকিং ও আগামী 13 জুন থেকে সেল শুরু হবে।
 • এই ফোনটি কেনার সময় এসবিআই এবং এচডিএফসি ব্যাঙ্কের ইউজাররা 15,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। একই সঙ্গে 10,000 টাকার এডিশনাল এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।
 • নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের মাধ্যমে Vivo X Fold 3 Pro ফোনটি কিনলে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।
 • এই ফোনটি কিনলে 24 মাসের নো-কোস্ট EMI অপশন দেওয়া হবে, এর সাহায্যে 6,666 EMI এর মাধ্যমে ফোনটি কেনা যাবে।

 

vivo X Fold 3 Pro - vivo x fold 3 pro launce date specifications and price ফোনের দাম, স্পেসিফিকেশন, ক্যামেরা vivo x fold 3,vivo fold 3, vivo fold 3 pro,vivo x fold 3 pro unboxing,vivo x fold 3 pro review, vivo x fold 3 pro camera, vivo x fold 3 pro camera test,vivo x fold 3 pro specs,

Vivo X Fold 3 Pro জেনে নিন সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোনের দাম, স্পেসিফিকেশন, ক্যামেরা

Vivo X Fold 3 Pro – vivo x fold 3 pro launce date specifications and price ফোনের দাম, স্পেসিফিকেশন, ক্যামেরা vivo x fold 3,vivo fold 3, vivo fold 3 pro,vivo x fold 3 pro unboxing,vivo x fold 3 pro review, vivo x fold 3 pro camera, vivo x fold 3 pro camera test,

vivo x fold 3 pro specs, vivo x fold 3 pro price,x fold 3 vivo,vivo x fold 3 unboxing, x fold 3 pro,vivo x fold3 pro,vivo x fold 3 specs, vivo x fold 3 review, vivo x fold 3 price,vivo x fold 3 series,vivo x fold 3 plus, fold 3 vivo,x fold 3, vivo x fold3 pro unboxing,vivo fold3 pro in bengali

vivo x fold 3 pro,vivo x fold 3,vivo x fold 3 pro unboxing,vivo x fold 3 pro camera,vivo x fold 3 pro price,vivo x fold 3 pro specs,vivo x fold 3 pro release date,vivo x fold 3 specs,vivo x fold 3 pro review,vivo x fold 3 price,vivo x fold 3 pro camera test,vivo x fold 3 unboxing,vivo x fold 3 series,x fold 3 vivo,vivo x fold 3 features,vivo x fold 3 pro snapdragon 8 gen 3,fold 3 vivo,vivo x fold 3 review,vivo x fold 3 pro launch date in india

Leave a Comment