ব্যাংক কিভাবে লাভ করে

   ব্যাংক বিষয়টি আমাদের কাছে বেশ পরিচিত। আমাদের সকলের ব্যাংকের সাথে কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক আছে। আমরা আমাদের নিকটবর্তী যে কোনো ব্যাংক এ যায় আমাদের আমানত বা টাকা কে জমা রাখতে। আর এই টাকা জমা রাখার পিছনে অনেক কারণ আছে তার মধ্যে একটা হলো আমাদের টাকা সুরক্ষিত থাকে ব্যাংকে আর একটা হলো - আমরা আমাদের টাকা ব্যাংকে রাখলে কিছু পরিমান উদ্বৃত্ত বা সুধ পায়।
   কিন্তু এই যে সুদ ব্যাংক আমাদের দেয় সেটা কিভাবে আসে। কোনো ব্যাংকের তো আর নিজের টাকা লাগে না যে সে নিজে প্রচুর টাকা নিয়ে বসে আছে আর তার থেকে সে আমাদের সুদ দেবে। তাহলে ব্যাংকের এই সুদ আসে কিভাবে ! 
   আবার যদি ভাবি যে, একটি ব্যাংকে যখনই আমরা যায়, তখন অনেক গুলো কর্মচারী আমাদের বিভিন্ন রকম পরিষেবা দান করে , এবং তাদের মধ্যে বিভিন্ন পদের কর্মীও থাকে যাদের কাজ ও বেতন আলাদা আলাদা, তাহলে ব্যাংকের কি ইনকাম, বা ব্যাংক কিভাবে ইনকাম করে এদের টাকা বা বেতন দেয় সাথে সাথে আবার নিজের লাভ রেখে দেয়।