এডসেন্স এর ইনকাম কিভাবে বাড়াবো | মাত্র সাতটি পদ্ধতির মাধ্যমে

     বর্তমানে এডসেন্স থেকে অনেক ব্লগার অনেক টাকা ইনকাম করে থাকে। এমন কিছু ব্লগার আছে যারা তাদের ব্লগ বা ওয়েবসাইটের উপর অনেক কম ভিজিটর থাকা সত্ত্বেও তা থেকে অনেক টাকা ইনকাম করে থাকে।

    অন্যদিকে এমন কিছু ব্লগ বা ব্লগার আছে যাদের উপর অনেক ট্রাফিক থাকা সত্ত্বেও তা থেকে তারা বেশি টাকা ইনকাম করতে পারে না। আসলে ব্লগ বা ওয়েবসাইটের ইনকাম নির্ভর করে এডসেন্স এর CPC ও CTR এর উপর নির্ভর করে। 

এডসেন্স এর ইনকাম কিভাবে বাড়াবো

    এই CPC ও CTR যত বেশি হবে ব্লগে ততো বেশি টাকা ইনকাম করা সম্ভব। এই CPC ও CTR বাড়ানোর জন্য বেশ কিছু টেকনিক যদি আমরা ফলো করি তাহলে একজন সফল ব্লগার তার থেকে অনেক টাকা ইনকাম করতে পারে। কিন্তু এই টেকনিক ফলো করার আগে আমাদের ধারনা নিতে হবে যে এই CPC ও CTR আসলে কি ?



CPC কি ( What is CPC)?


     CPC এর ফুল ফর্ম cost-per-click । এটি এমন একটি নির্ধারিত মূল্য গুগল এডসেন্স এডভেটাইজআর থেকে তার অ্যাড এর ওপর যদি কোনো ক্লিক হয় সেই হিসাবে প্রদান করে থাকে। তবে অবশ্যই এ্যাডভাইজারের দেওয়া মূল টাকা থেকে গুগল এডসেন্স তার নিজস্ব কেটে নিয়ে তবেই দান করে।

    এই CPC কম বা বেশি হয়ে থাকে তা আমাদের ব্লগ বা ওয়েবসাইটের নির্বাচিত বিষয়ে বা নিস NICHSE এর উপর ভিত্তি করে। তবে এডসেন্সের ইনকাম শুধুমাত্র বিষয় এর উপর নির্ভর করে না, তা উন্নত দেশগুলির ক্ষেত্রেও CPC একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

    যেমন টেকনোলজি বিষয়ক ব্লগ বা ওয়েব সাইটগুলোতে বেশি পরিমাণে CPC পাওয়া যায় আবার একই রকম ভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ইত্যাদি দেশগুলির CPC আমাদের এশিয়ার দেশগুলো থেকে একটু বেশি হয়ে থাকে। 



CTR কি ( What is CTR) ?


     CTR এর ফুল ফর্ম হলো Click-Through-Rate । আপনার ওয়েবসাইটে যে সংখ্যক পেজভিউ বা ভিজিটর আসে তাদের মধ্যে কত শতাংশ এড এর উপর ক্লিক করে তার শতাংশের ভাগটি কে বলা হয় click-through-Rate। 

    ধরুন বিষয়টি এমন, আপনার ওয়েবসাইট বা ব্লগে 1000 ভিউ হয়েছে এবং সেখান থেকে আপনি এডসেন্স এড এর উপর ক্লিক পেয়েছেন কুড়িটি সুতরাং আপনার CTR ২% ।



গুগল এডসেন্স এর ইনকাম কিভাবে বাড়াবো ?


     গুগল এডসেন্স এর থেকে আপনার ইনকাম কে বাড়াতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার ওয়েবসাইট বা ব্লগের উপর ট্রাফিককে বাড়াতে হবে। যত পরিমাণে ভিজিটর আপনার ওয়েবসাইটের উপর আসবে তত পরিমাণে এডস এর উপর ক্লিক এর সম্ভাবনা বেড়ে যাবে। আর যত পরিমাণে এডস এর উপর ক্লিক হবে আপনার ইনকাম তত বেশি বেড়ে যাবে।

    কিন্তু কখনো কখনো বেশি ট্রাফিক যুক্ত ব্লগাররা কম ট্রাফিক যুক্ত ব্লগারদের সাথে ইনকাম করে পারেনা। এর মূল কারণ হলো CPC ও CTR যা আমরা আগেই আলোচনা করেছি। যদি আপনার সঙ্গে এই একই রকম কিছু হয়ে থাকে তবে অবশ্যই CTR ও CPC কে বাড়ানোর টেকনিক ব্যবহার করতে হবে। 


CPC ও CTR কিভাবে বাড়াতে হয় ?


    আপনার ব্লগ বা ওয়েবসাইটের উপর দেখানো এডস এর সাইজ এবং স্থান CPC ও CTR আর এর উপর প্রভাব বিস্তার করে। যে কোন আর্টিকেল পোস্ট এর প্রথমে এডসেন্সের এড ব্যবহার করা উচিত কারন তাতে CTR  বৃদ্ধি পায় এবং সাথে সাথে তার CPC মূল্য বেড়ে যায়।

    এই কারণে সবসময়ই এডস যে কোন আর্টিকেলে পোস্ট টাইটেল এর ঠিক নিচেই ব্যবহার করা উচিত। কেননা বেশি পরিমাণ ভিজিটররা যেকোনো আর্টিকেল বা পোস্ট এর প্রথম দিকে গুরুত্ব দিয়ে পড়ে এমনকি শেষ পর্যন্ত পৌঁছায় না। এই কারণে আর্টিকেল এর নিচের দিকের অ্যাডস বেশি থাকলেও তার CPC ও CTR কম হয়ে থাকে। 

    আপনি আপনার ওয়েবসাইটের উপর যে এডস গুলি ব্যবহার করেছেন তার সাইজ অবশ্যই উপযুক্ত মাপের হতে হবে। অর্থাৎ এডস এর সাইজ গুলি এমন হতে হবে যা দর্শকের কাছে সুন্দর ভাবে উপস্থাপিত হয়। এর জন্য কিছু সুন্দর এডস এর মাপ হলো - ৪৮০×৬০, ৩০০×২৫০, ১৬০×৬০০, ৭২০×৯০, ইত্যাদি। পরীক্ষা করে দেখা গেছে এই সকল মাপের অ্যাপসগুলি বেশি পরিমাণে সিপিসি যুক্ত হয়ে থাকে এবং এর উপরে বেশি পরিমাণ সিটিআর হওয়ার চান্স থাকে।

     এছাড়া যে সকল বিষয়ে একটি ওয়েবসাইট থেকে এডসেন্সের ইনকাম বৃদ্ধি করার জন্য সবথেকে বেশি পরিমাণে নজর দিতে হয় সেগুলি নিচে পরপর আলোচনা করা হলো - 



অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করা 


     যে সমস্ত ট্রাফিক আমাদের ব্লগ বা ওয়েবসাইটের উপর সরাসরি কোন সার্চ ইঞ্জিন থেকে আসে তাকে আমরা অর্গানিক ট্রাফিক বলে ধরে নিই। এর অর্থ হল কোন নির্দিষ্ট কিওয়ার্ড কে সার্চ করে সেই ভিজিটর আমাদের আর্টিকেল পর্যন্ত পৌঁছাবে। গুগোল এর মতো সমস্ত সার্চ ইঞ্জিনগুলো এই ধরনের ভিজিটরকে বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকে।

    যেহেতু যে কোন সার্চ ইঞ্জিনের কাছে এই ধরনের ভিজিটর ট্রাফিক গুরুত্ব পায় সেই কারণে এই সকল ট্রাফিকের জন্য নির্ধারিত সিপিসি একটু বেশি হয়ে থাকে। আমরা ব্লগার হিসেবে এটা জানি যে আমাদের আর্টিকেল যে বিষয়ে লেখা থাকে সাধারণত তার সম্পর্কিত এডস আমাদের ওয়েবসাইটের উপর প্রদর্শিত করা হয়। 

    সেই কারণে যখন বিষয় সম্পর্কিত কোন ভিজিটর আমাদের আর্টিকেল পড়তে আসে তখন সেই বিষয় সম্পর্কিত এড দেখে সেখানে ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায় সুতরাং আমাদের সিটিআর বৃদ্ধি পায়।

     অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করার জন্য অবশ্যই উপযুক্তভাবে আমাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলির জন্য কীওয়ার্ড নির্বাচন করতে হবে। কিভাবে কীওয়ার্ড নির্বাচন করতে হয় তা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। 

     একটি ভাল মানের কিওয়ার্ড অসংখ্য পরিমাণে ট্রাফিক যে কোন সার্চ ইঞ্জিন থেকে আমাদের ওয়েবসাইটে বা আর্টিকেল এ নিয়ে আসতে পারে। সুতরাং কোন আর্টিকেল লেখার আগে অবশ্যই তার কিওয়ার্ড সম্পর্কে রিসার্চ করে নিয়ে তাকে লিখলে অবশ্যই আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পাবে।


ব্লগ এর পারফর্মেন্স 


     একটি ব্লগ বা ওয়েবসাইটের পারফরম্যান্স বলতে বোঝায় সেই ব্লগের লোডিং সময় এবং বিভিন্ন ডিজাইন। ধরুন আপনার ওয়েবসাইটের আর্টিকেল গুলি আপনি খুব সুন্দর করে লিখেছেন কিন্তু সেই ওয়েবসাইটটি যখন গুগোল থেকে কোন ভিজিটর পাবে তখন সেটি ওপেন হতে যদি বেশী সময় নেই তবে কিন্তু ভিজিটররা অতিষ্ঠ হয়ে উঠবে।

    এর ফলে ভিজিটর বা ট্রাফিক আপনার ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাবে না। আর যদিও পৌঁছায় তবে অনেক ধীর গতিসম্পন্ন হবার জন্য ওয়েবসাইটের উপর এডস গুলি অনেক ধীরে ধীরে লোড হতে শুরু করবে এর ফলে আপনার ওয়েবসাইটের উপর এডস ভালোভাবে ডিসপ্লে হবেনা আর হলেও তাতে CTR বাড়ার কোন সম্ভাবনা থাকবে না। 

    সুতরাং অ্যাডসেন্সের ইনকাম বৃদ্ধি করার জন্য এবং CPC ও CTR অধিক পরিমাণে বাড়ানোর জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স ভালো হতে হবে। এক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইটের হোস্টিং মূল্যবান হতে হবে। প্রয়োজনে কিছু প্লাগিন ব্যবহার করে ওয়েব সাইটের লোডিং সময়কে কম করতে হবে।



এডসেন্স এড এর টাইপ এবং কালার


     এডসেন্স এর উপর অনেক প্রকার এডস আছে আমরা যারা ব্লগার তারা সবাই এই বিষয়টি সম্পর্কে আমাদের ধারণা আছে। এডসেন্স এর বিভিন্ন অ্যাড যেমন ইমেজ ads, text ads, লিংক এডস ইত্যাদি আমরা আমাদের ওয়েবসাইট বা ব্লগে ব্যবহার করে থাকি। 

    কিন্তু যদি একটু পরীক্ষা করে দেখি তাহলে দেখব সমস্ত অ্যাড গুলির উপর কিন্তু সমানভাবে ক্লিক পড়ে না। যে সমস্ত এডস গুলি দর্শকদের কাছে সুন্দর এবং গ্রহণীয় হয়ে থাকে সেগুলির উপরেই বেশি পরিমাণে ক্লিক পরে। এই কারণে এডসেন্সের ইনকাম বৃদ্ধি করার জন্য অবশ্যই অ্যাড গুলিকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে।

    প্রথমেই এডস এর কালার কে আমাদের সুন্দর করে সিলেক্ট করতে হবে। যদি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড সাদা হয় তবে অবশ্যই আপনার ওয়েবসাইটের এডস এর ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে, তবে এক্ষেত্রে একটা কথা বলি অন্য কালার কে সিলেক্ট করলেও কিন্তু আপনার ওয়েবসাইটের CTR এবং CPC মূল্য অনেক বৃদ্ধি পাবে। অবশ্যই বিষয়টি আপনার থিম কালারের উপর নির্ভর করে।



ক্যাটাগরি ব্লকিং 


     এডসেন্স সাধারণত বিভিন্ন অ্যাডভারটাইজার থেকে এড আমাদের ওয়েবসাইটের উপর বসিয়ে তা থেকে আমাদের টাকা প্রদান করে। বিভিন্ন কোম্পানি আছে যারা অল্প টাকায় গুগল এডসেন্স এর উপর দিয়ে থাকে, প্রথমেই আপনাকে এই বিষয়টি সম্পর্কে ধারণা রাখতে হবে। 

    যে সকল কোম্পানি কম টাকার অ্যাড প্রদান করে আপনি এডসেন্স এর মধ্যে গিয়ে সেই সকল কম টাকার অ্যাডস গুলোকে ব্লক করে রাখতে পারেন। এর ফলে ওই কমদামের অ্যাপস গুলো আপনার ওয়েবসাইটের উপর ডিসপ্লে হবে না সুতরাং বেশি CPC যুক্ত অ্যাড আপনার এডসেন্স এর উপর দেখানো হবে। 

    কিন্তু আমার নিজস্ব মতামত হলো যদি আপনার ওয়েবসাইটটি নতুন হয়ে থাকে তবে অবশ্যই অ্যাড ব্লক বা ক্যাটাগরি ব্লকিং করা ঠিক হবে না কারণ যেকোন বিষয়ের নতুন ওয়েবসাইট গুলির উপর কম দামি অ্যাড বা কম CPC অ্যাড দেখানো হয়। তাই যদি আপনি ওই অ্যাড গুলিকে ব্লক করেন তবে হয়তো আপনার ব্লগের উপর অ্যাড দেখানো অনেক কম হয়ে যাবে।



ম্যাচ কন্টাক্ট অ্যাড 


     গুগল এডসেন্স থেকে ইনকাম বেশি বা বাড়াতে গেলে অবশ্যই এডসেন্সের বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে আপনার ধারণা থাকা প্রয়োজন। এডসেন্স আমাদের ইনকাম করার জন্য অনেক রকম সুবিধা প্রদান করে তার মধ্যে একটি হলো ম্যাচ কনটেন্ট অ্যাড।

    এটি আসলে আমাদের রিলেটেড টপিক এর উপর নির্ভর করে বিভিন্ন রকম রিলেটেড অ্যাড গুগোল প্রদান করে থাকে এই সকল অ্যাডগুলোতে ক্লিক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এবং তা থেকে প্রচুর হাই CPC যুক্ত অ্যাড পাওয়া যায়।

    গুগল এডসেন্স এর ইনকাম বৃদ্ধি করার জন্য গুগল এডসেন্স আমাদের যথেষ্ট অপরচুনিটি দিয়ে থাকে সেগুলিকে আমাদের সময়মতো আমাদের ওয়েবসাইট ও ব্লগের উপর ব্যবহার করা উচিত বলে আমি মনে করি।



লিংক এড ব্যবহার


     আমার ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগ থেকে আমি যে পরিমাণ টাকা ইনকাম করি তার বেশিরভাগ টাকাই বা ক্লিক গুলি আসে লিংক এড এর থেকে। কারণ এই লিঙ্ক এড কে যদি উপযুক্ত ভাবে কাস্টমাইজ করা যায় তবে তা থেকে প্রচুর পরিমাণে CTR বৃদ্ধি হয়।

    ওয়েবসাইটের মধ্যে সবথেকে বেশি পরিমাণ টাকা ইনকাম হওয়ার উপযুক্ত এডস হলো লিংক আর এই লিংক থেকে যেকোনো ওয়েবসাইটের বেশি টাকা ইনকাম হয়ে থাকে।

    এই কারণে এডসেন্সের ইনকাম কে বৃদ্ধি করতে গেলে অবশ্যই আপনার আর্টিকেল এর মধ্যে লিংক এড উপযুক্তভাবে কাস্টমাইজ করে অর্থাৎ কালার পরিবর্তন করে থিম অনুযায়ী তাকে ব্যবহার করুন।


আমার মতামত :   বন্ধুরা আমি প্রথমেই বলেছি যে এডসেন্সের ইনকাম পুরোপুরি নির্ভর করে ট্রাফিক এর উপর অর্থাৎ আপনার ওয়েবসাইটে কি পরিমান ভিজিটর প্রবেশ করে তার উপর আপনার এডসেন্স এর ইনকাম পুরোপুরি নির্ভর করে। এই কারণে আপনার প্রথম লক্ষ্য হবে adsense-এর থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই ট্রাফিককে বৃদ্ধি করতে হবে।

    একবার যদি ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি হয় তবে তাকে ব্যবহার করে আপনি অনেক ভাবে টাকা ইনকাম করতে পারেন। দ্বিতীয়তঃ অবশ্যই যেকোনো ওয়েবসাইটের ইনকাম তার CPC ও CTR এর উপর যথেষ্ট প্রভাব ফেলে এই কারণে অবশ্যই উপরের এই সাতটি পদ্ধতি আপনি আপনার ওয়েবসাইটের উপর প্রয়োগ করলে তা অবশ্যই আপনার CPC ও CTR  কে বৃদ্ধি করবে।