কীভাবে ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করবেন | ত্বক ফর্সা করার উপায়

  আধুনিক জীবনের দিন এ কে না চায় একটু সুন্দর হয়ে উঠতে। আমরা সকলেই ঈশ্বরের আশীর্বাদে মানুষ রূপে সুন্দর। আর এই সৌন্দর্য এতটাই আলাদা যে আমরা একে অপরের থেকে অনেক আলাদা আলাদা। 

  যাইহোক মূল কথা হলো এই আলাদা বা একটু অন্য রকম হলেও আমরা চেষ্টা করি সামান্য হলেও উজ্জ্বল হয়ে ওঠার। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে এই ইচ্ছা পূরণ হয়না তার অন্যতম কারণ - একটু ব্যয়সাধ্যতার কারণে। বাজারে যে সকল ফেস ইমপ্রুভমেন্ট মেটেরিয়াল পাওয়া যায় তার অধিকাংশ প্রচুর দামী এবং অনেক সাইডে ইফেক্ট থাকে। এই কারণে ঘরোয়া উপায় সবথেকে সহজ লভ্য এবং সাইডে ইফেক্ট ফ্রী। চলুন আজ ঘরোয়া উপায়ে আমরা ত্বক কিভাবে ফর্সা করা যায় টা জেনে নিই --

ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করার উপায়

   দৈনন্দিন জীবনে ত্বককে উজ্জ্বল করার জন্য আমরা নানা ধরনের ফেসওয়াশ, ক্রিম টোনার ব্যবহার করি এবং ফেসিয়াল করে থাকি  । কিন্তু এইসব ফেসওয়াশ, ক্রিম টোনার অথবা ফেসিয়াল সাময়িক সময়ের জন্য আমাদের ত্বকে খুব দ্রুত গ্লো আনে। সুতরাং এইসব ব্যবহারের জন্য আমাদের ত্বকে বেশ কিছুটা ক্ষতিও হয়। তবে সব ধরনের ফেসওয়াস, ক্রিমটোনার আমাদের ত্বকের জন্য সব সময় ক্ষতিকারক হয় না। 

কীভাবে ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করবেন


  তাই আমাদের বেশ কিছু ঘরোয়া টোটকা কাজে লাগানো উচিত আমাদের ত্বক উজ্জ্বল করার জন্য। তাই বাড়িতে থাকা বেশ কিছু উপাদান দিয়েই আপনি বিভিন্ন ধরনের ফেসপ্যাক স্ক্রাবার এইসব বানিয়ে নিতে পারেন  যা অনেক সহজলভ্য এবং সময় সাপেক্ষ। 

  আপনারা কি জানেন মসুর ডালের এমন বেশ কিছু গুন আছে যাতে আমাদের ত্বক উজ্জ্বল হয়' । 

  প্রথমে আমরা স্ক্রাবার বানানোর জন্য ৫ চা চামচ মসুর ডাল নিয়ে নেব।

কীভাবে ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করবেন | ত্বক ফর্সা করার উপায়


তারপর ডালটিকে মিক্সারে গুড়ো  করে নেব ডালটিকে একেবারে ফাইন করে গুঁড়ো  করা যাবে না ।

কীভাবে ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করবেন | ত্বক ফর্সা করার উপায়


  এরপর দু চামচ গুড়ো ডাল একটি বাটিতে নিয়ে নেব স্কাবার  (Scrubber) বানানোর জন্য, তারপর তাতে এক চামচ কোকোনাট অয়েল এক চামচ লেবুর রস অ্যাড করে নেব ।এটিকে ভালোভাবে মিশিয়ে নিন।

কীভাবে ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করবেন | ত্বক ফর্সা করার উপায়

  এরপর ঠান্ডা জল দিয়ে আপনার মুখ  ভালোভাবে ধুয়ে নিন। তারপর মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ঘষে নিতে হবে। 

কীভাবে ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করবেন | ত্বক ফর্সা করার উপায়


তারপর আমরা ত্বক পরিষ্কার করা প্যাক্ টি বানিয়ে নেব। এইজন্য পাঁচ চামচ মুসুরির ডাল দু থেকে তিন ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে তারপর এই মুসুরির ডালের সাথে তিন চামচ কাঁচা দুধ মিশিয়ে মিক্সার এ মিক্সড করে নিন, আপনার ত্বক যদি  তৈলাক্ত হয় তাহলে দুধের পরিবর্তে গোলাপজল ইউজ করতে পারেন। 

এরপর এই মিশ্রণটি একটি বাটিতে ঢেলে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। 

এরপর এটি মুখে লাগিয়ে 15 থেকে কুড়ি মিনিট রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। 

প্রত্যেক সপ্তাহে এই ঘরোয়া উপায়টি দুইদিন ফলো করুন।