SSL কি ? SSL কিভাবে কাজ করে | ওয়েবসাইটের জন্য SSL কি গুরুত্ব পূর্ণ ?
SSL CERTIFICATE কি ? আজ আমরা এস এস এল (SSL) বিষয়টি সম্পর্কে জানব, আর এস এস এল (SSL) সার্টিফিকেট কিভাবে কাজ করে সে বিষয় সম্পর্কেও আমরা জেনে নেব। এস এস এল এর সম্পূর্ণ নাম SECQURE SOCKET LAYER, 1990 সালে NETSCAP এই প্রযুক্তি উদ্ভাবন করে। এটি একটি সুরক্ষিত করণ প্রক্রিয়া যা ওয়েবসাইট আর অনলাইনে এপ্লিকেশন গুলিকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে দেওয়া বিভিন্ন তথ্য গুলি কে এস এস এল (SSL) এনক্রিপ্ট করে সার্ভার পর্যন্ত প্রেরণ করে। এর ফলে আমাদের দেওয়া বিভিন্ন তথ্য বিশেষ ভাবে অনলাইনে সুরক্ষিত থাকে।
SSL কিভাবে কাজ করে
বর্তমান দিনে আমরা অনলাইনে বিভিন্ন রকম ক্রিয়া কাজ করে থাকি তার মধ্যে অন্যতম একটি হলো অনলাইন পেমেন্ট। আমরা যখন অনলাইন পেমেন্ট গুলো করে থাকি তখন আমরা অবশ্যই এটা আশা রাখি যাতে আমাদের বিভিন্ন তথ্য গুলি সুরক্ষিত থাকে এবং তা কোন ব্যক্তির বা সংস্থা দ্বারা গৃহীত না হয়। এই কারণে কোন ওয়েব সাইটে প্রবেশ করে যখন আমরা বিভিন্ন রকম অনলাইন ট্রানজেকশন করি তখন সেই সকল তথ্য গুলি এই এসএসএল (SSL) সার্টিফিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয়।
যদি কখনো আপনি লক্ষ্য করেন যে একটি ওয়েবসাইটের মূল ইউ আর এল এর আগে HTTP বা কখনো HTTPS লেখা থাকে এর অর্থ হল প্রথমটির ক্ষেত্রে আপনি কোন রকম সুরক্ষা পাবেন না কারণ এখানে আপনাকে সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রণের জন্য কোন অপশন দেওয়া নেই।
Kivabe.In/SSL |
কিন্তু যদি আপনি HTTPS লেখা আছে এমন ওয়েবসাইটে প্রবেশ করেন এবং সেখানে নিজস্ব ব্যক্তিগত তথ্য ইনপুট করেন তবে সেগুলি এনক্রিপ্ট হয়ে সার্ভারে জমা থাকে সুতরাং সুরক্ষিতভাবে ঐসকল ওয়েবসাইটগুলোতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য গুলি কে প্রদান করতে পারেন। কারণ এক্ষেত্রে ওই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে আস্থা প্রদান করে থাকে।
SSL CERTIFICATE এর সুবিধা
SSL সার্টিফিকেটের অনেকগুলি সুবিধা আছে -
- SSL সার্টিফিকেট ব্যবহারের ফলে ওয়েবসাইট এর সমস্ত বিষয়গুলি লক সিস্টেম বা এনক্রিপ্ট হয়ে যায় এর ফলে সমস্ত তথ্য সুরক্ষিত থাকে।
- একটি ওয়েবসাইট যদি এস এস এল সার্টিফিকেট দ্বারা সুরক্ষিত থাকে তবে যে কোন সার্চ ইঞ্জিনে তার রেংকিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- একটি একটি ওয়েবসাইট থাকলে অবশ্যই তার জন্য সার্চ ইঞ্জিনের কনসলে একটি সাইটম্যাপ সাবমিট করতে হয় যদি আপনার ওয়েবসাইটে এস এস এল সার্টিফিকেট না থাকে তবে সাইটম্যাপ সাবমিট করা সম্ভব নয়।
- যে কোন ওয়েবসাইটে বাইরে থেকে প্রবেশ করার সবথেকে সহজ মাধ্যম যদি ওই ওয়েবসাইটে এস এস এল সার্টিফিকেট না থাকে। সুতরাং এস এস এল সার্টিফিকেট একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের সুরক্ষার মাত্রা বাড়িয়ে দেয়।
- যে কোন বাণিজ্যিক ওয়েবসাইটগুলোতে একটি এসএসএল সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে প্রতি মুহূর্তে অনলাইন পেমেন্ট ও পাশাপাশি বিভিন্ন হ্যাকারদের আক্রমণ' থাকে। আর এসব থেকে ওয়েবসাইটটি সুরক্ষিত থাকে শুধুমাত্র এসএসএল সার্টিফিকেট এর কারণে।
- ইন্টারনেট কি ?
- ভারত ও বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা।
- ডাটা কেবিল বা অপটিক্যাল ফাইবার।
- ইন্টারনেটের সুবিধা।
- ইন্টারনেটের অসুবিধা।
- HOW TO DELETE GMAIL ACCOUNT FROM MOBILE
- Seller.json এডসেন্স এ কিভাবে ঠিক করতে হবে।
- pub- g ও free fire মোবাইল গেমিং প্রসেসর।
- VPN কি ? মোবাইল ও কম্পিউটারে কিভাবে VPN ব্যবহার করা যায়
- অনলাইনে টাকা ইনকাম করার সহজ 10 টি উপায়।
- সাইলো স্ট্রাকচার কি এসইও তে কিভাবে সাহায্য করে।
- এসইও কি এসইওর এটুজেড শিখুন।
- কিভাবে আর্টিকেল লিখলে তা সহজে রাঙ্ক করানো যায়।
- CPA মার্কেটিং করে অনলাইনে ইনকাম করুন।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন