সার্চ কনসোল কি | সার্চ কনসোল কিভাবে সাহায্য করে | সার্চ কনসোল এর গুরুত্ব
সার্চ কনসোল এমন একটি বিষয় আমরা যারা ওয়েবসাইট | ব্লগ সাইটে কাজ করি তাদের সঙ্গে এই নামটি বেস সুপরিচিত কারণ আমরা কিছু পোস্ট করলে সাথে সাথে গুগল সার্চ কনসলে তার url নিয়ে সাবমিট করি যার কারণ হলো কত তাড়াতাড়ি সার্চ কনসোলের সার্ভারে আমাদের লেখা পোস্ট বা ওয়েব সাইট সাবমিট হতে পারে।
এখানে আমরা সার্চ কনসোলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং এর গুরুত্ব সম্পর্কে দৃষ্টি দেবো। কিন্তু এত কিছু বিষয় জানার আগে যাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি সম্পর্কে একটু ধারনা থাকা বাঞ্ছনীয় অর্থাৎ সার্চ কনসোল কি সেই বিষয়টি সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তবে সার্চ কনসোল কি, কি কাজে আমাদের সাহায্য করে তা কখনোই উপলব্ধি করতে পারবো না।
সার্চ কনসোল কি
সার্চ কনসোল কথাটির মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে সার্চ কনসোল এমন একটি বিষয় যেখানে সার্চ করা তথ্যগুলির জন্য একটি জায়গা বা স্পেস দেওয়া হয়। কিন্তু কথা হলো যে এই কনসোল কারা ব্যবহার করতে পারে ! আসলে এই কনসোল তারাই ব্যবহার করতে পারেন যারা ওয়েবসাইটে কিছু পাবলিশ করে বা লেখালেখি করে।
সার্চ কনসোল ব্যবহারের মাধ্যমে যেকোনো সার্চ ইঞ্জিনে যেসকল শব্দগুলি বা বিষয়গুলি সার্চ করা হয় সেই সকল বিষয়ের উত্তর বা ডিটেলস বর্ণনা দেওয়া সম্ভব।
বিষয়টি এরকম - এই যে বিষয়টি আপনি পড়ছেন যে গুগল সার্চ কনসোল কি গুগল সার্চ কনসোল কিভাবে আমাদের সাহায্য করে এই প্রশ্নটিই আপনি গুগলে লিখে সার্চ করেছেন এবং সার্চ করার ফলে আমার এই সার্চ কনসোল সম্পর্কিত বিশদ বিবরণ আর্টিকেলটিতে পৌঁছেছেন।
এ পর্যন্ত পৌঁছানোর কারণ হলো গুগোল সার্চ কনসোল এর কাছে এই বিষয়টি লিখে আমি সাবমিট করেছি অর্থাৎ গুগোল আমাকে একটা কনসোল দিয়েছে যেখানে বিভিন্ন রকম বিষয় লিখে সেই লিখিত বিষয় গুলির একটি ইউআরএল বা লিংক আমি সার্চ কনসোলের কাছে সাবমিট করি।
এর অর্থ হলো সার্চ কনসোল বলে Deoa যে কেউ যদি এই কথাগুলি লিখে সার্চ করে তবে এর উত্তরে আমি একটি পোস্ট বা আর্টিকেল লিখেছি তাকে সেই সার্চ ইঞ্জিন অর্থাৎ যেখানে সার্চ করা হয় তা যেন সরাসরি আমার এই আর্টিকেল বা পেজ টি তে পাঠিয়ে দেয়।
আশাকরি বুঝতে পারলেন যে সার্চ কনসোল কি -
"আসলে সার্চ কনসোল হলো কেউ যখন অনলাইনে বা সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করে তার back-end যেখানে বসে বিভিন্ন মানুষ বিভিন্ন সার্চ করা বিষয়গুলির উত্তর লিখে তার ইউ আর এল গুলি সাবমিট করে এর ফলে ওই সার্চ করা বিষয়গুলির ইউ আর এল এর মাধ্যমে সেই ব্যক্তি ওই আর্টিকেল পর্যন্ত এসে পৌঁছায়।"
সার্চ কনসোল |
এতক্ষণে সার্চ কনসোল কি এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট ধারণা হলো এবার ব্যাপার হল যে আপনি যদি একজন ডেভলপার হন বা ব্লগার হন তাহলে আপনাকে জানতে হবে যে এই সার্চ কনসোল আমাদের কিভাবে উপকার করে -
সার্চ কনসোল কিভাবে সাহায্য করে
গুগল সার্চ কনসোল মূলত পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া একটি সার্চ কনসোল, কারণ পৃথিবীর সবথেকে বেশি পরিমাণ মানুষ যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত তারা গুগল সার্চ ইঞ্জিনকে বেশি পরিমাণে ব্যবহার করে আর যেহেতু গুগল সার্চ ইঞ্জিনকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাই গুগল সার্চ কনসোল ব্যবহার সবচেয়ে বেশি।
গুগল সার্চ কনসোল কিভাবে আমাদের সাহায্য করে সেটি জানতে গেলে কয়েকটি বিষয় কে আমাদের পরপর বুঝতে হবে এবং একই সাথে আমরা বুঝে নেবো যে গুগল সার্চ কনসোল আমাদের কিভাবে সাহায্য করে।
ওয়েব সাইট সাবমিট
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তবে ওয়েবসাইট সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে আর প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করার পর তাকে আমাদের অনলাইনে নিয়ে আসতে হয় আর এই অনলাইনে নিয়ে এসে সর্ব সাধারণের কাছে পরিচয় করিয়ে দেওয়ার কাজ করতে হয় সার্চ কনসোল এর মাধ্যমে।
আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল বা লিংক গুগল সার্চ কনসোল বা যে কোন সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত করতে চাইলে প্রথমেই তাকে ওই সার্চ ইঞ্জিনের ব্যাক এন্ড অর্থাৎ কলসলের সঙ্গে যুক্ত করতে হয়। এ কারণে গুগল সার্চ কনসোল বা যেকন সার্চ কনসোল আমাদের এই সুযোগ করে দেয় সেখানে ওয়েবসাইটটিকে সাবমিট করার যাতে সমস্ত ইন্টারনেটের সঙ্গে আমাদের ওয়েবসাইটটি যুক্ত হতে পারে।
সাইটম্যাপ সাবমিট
সার্চ কনসলে একটি ওয়েবসাইট এর লিঙ্ক সাবমিট করা বা যুক্ত করার পর যে কাজটি করতে হয় তা হল সাইটম্যাপ সাবমিট করা।
সাইটম্যাপ বলতে বুঝি আমাদের ওয়েবসাইটের একটি ম্যাপ অর্থাৎ আমার ওয়েবসাইটে কতগুলি পোস্ট লেখা আছে এবং পোস্টগুলির কোনগুলি আমি ইন্টারনেটের সঙ্গে যুক্ত করবো আর কোন গুলি করবো না ইত্যাদি সার্চ কনসোল জানিয়ে দেওয়া।
সার্চ কনসোলে আমরা আমাদের ওয়েবসাইটের সাইটম্যাপ সাবমিট করতে পারি বলে সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে যে আমাদের ওয়েবসাইটে কতগুলি পোস্ট আছে এবং কোন পোষ্টের জন্য কি ধরনের ভিজিটর পাঠানো উচিত এবং সেই কাজটি সার্চ কনসোল আর সার্চ ইঞ্জিন করে থাকে।
পোস্ট সাবমিট | ইউআরএল ইনস্পেকশন
অন্যতম একটি সার্চ কনসোলের গুরুত্ব হলো - যেকোনো নতুন লেখা পোষ্ট বা আর্টিকেল এর লিংক এ সাবমিট করা যাক এ সার্চ কনসোলের ভাষায় বলা হয় ইউআরএল ইনস্পেকশন।
যদিও এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা উচিত যে একটি ওয়েব সাইট এর লিংক সার্চ কনসোলে সঙ্গে যুক্ত করার পর নির্দিষ্ট সময় অনুপাতে যেকোনো সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট "বট" ওই ওয়েবসাইটে ভিজিট করে' কারণ সে দেখে এবং বুঝতে চেষ্টা করে যে নতুন কোন পোস্ট হয়েছে কিনা তাকে ইন্ডেক্স করা আর কোন পেজ গলোতে কি পরিমান দর্শক আসছে তাকে রিড করা।
আর এই বিষয়টিকে আমরা অর্থাৎ ইউআরএল ইনস্পেকশন বিষয়টিকে আমরা নিজেরাও করতে পারি যখন কোন পোস্ট লিখি তখন সেই পোষ্টটি গুগোল বা অন্য কোন সার্চ ইঞ্জিনের বটের জন্য অপেক্ষা না করে আমরা নিজেরাই ইনস্পেকশন অপশনে গিয়ে ইন্ডেক্স করে দিই এর ফলে প্রথমেই সার্চ ইঞ্জিনকে জানিয়ে দেয়া হয় যে আমি এই বিষয়টি লিখেছি যদি এই বিষয়ের কোন ভিজিটর আসে তোমার কাছে তুমি অবশ্যই আমার এই পেজ পর্যন্ত পাঠিয়ে দিও।
ওয়েবসাইট এর অবস্থান
সার্চ কনসোল আমাদের সবচেয়ে বেশি যে উপকার করে থাকে তাহলে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমি যে বিষয়টি লিখেছি আমার ওয়েবসাইটটি বর্তমানে কেমন জায়গাতে অবস্থান করছে অর্থাৎ প্রথম পেজে আসছে কিনা তা আমরা গুগল সার্চ কনসোল বা যেকোন সার্চ কনসোলে দেখতে পারি।
কী ওয়ার্ড এর অবস্থান
মূলত আমরা ওয়েবসাইটে যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে লেখা-লেখি করি তার বেশির ভাগ গুলি লেখা হয় বিভিন্ন রকম কী ওয়ার্ড এর উপর নির্ভর করে।
এই যেমন এই আর্টিকেলটি লেখা হলো যে গুগল সার্চ কনসোল আমাদের কিভাবে সাহায্য করে এই বিষয়টি যখন আপনি ইন্টারনেটে সার্চ করবেন তখন কোথাও না কোথাও এই তথ্যটি অবস্থান করবে আর সেই অবস্থানটি আমি গুগল সার্চ কনসোল থেকে জানতে পারবো।
প্রতিযোগীদের অবস্থান
বর্তমান বিশ্বে সবকিছুই প্রতিযোগিতার ফলে এগিয়ে চলেছে কখনো আমি এগিয়ে ত কখনো অন্য কেউ আমার থেকে এগিয়ে আর ওয়েবসাইট বা ব্লগের দুনিয়াতে কে আমার থেকে এগিয়ে আমি কততম স্থানে দাঁড়িয়ে আছি এটা বুঝতে সাহায্য করে সার্চ কনসোল।
কারণ সার্চ কনসোল আমাদের নিজের অবস্থান সম্পর্কে সচেতন করে তোলে আর তখনই আমি বুঝতে পারি যে আমার আগের অবস্থানে কারা অবস্থিত আছে এবং তাদের ওই পোস্ট গুলি কেমন ভাবে লেখা যার ফলে তারা আমার আগে অবস্থান করছে।
বিভিন্ন সমস্যার সমাধান
আমাদের ওয়েবসাইট বা বিভিন্ন পোস্ট এর মধ্যে যদি কোন টেকনিক্যাল প্রবলেম থেকে থাকে তাহলে সার্চ কনসোল আমাদের সে বিষয়ে সচেতন করে তোলে এবং জানিয়ে দেয় সেই বিশেষ সমস্যাটি সমাধান করার জন্য।
যে সমস্ত ভুলগুলোর কারণে আমাদের ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনে সমস্যার মুখে পড়ে সেই সমস্যাগুলো সার্চ কনসোল আমাদের জানিয়ে দেয় এবং সেগুলো ঠিক করার ফলে আমাদের ওয়েবসাইট আবার পুনরায় তার জায়গা ফিরে পায়।
ওয়েবসাইটের বিস্তার
সার্চ কনসোল এ আমাদের ওয়েবসাইটের, বিভিন্ন বিষয় গুলিকে দেখানো হয় যেমন - আমাদের ওয়েবসাইটে কি পরিমাণ ইম্প্রেশন পড়ছে এবং সেই ইম্প্রেশন থেকে কি পরিমান ক্লিক হচ্ছে এছাড়াও আমাদের ওয়েবসাইটে যে সকল ভিজিটর আসে তারা কোন কোন দেশ থেকে আসছে এগুলো সম্পর্কেও ধারণা লাভ করতে পারি সার্চ কনসোল থেকে।
আবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের ডিভাইস অর্থাৎ মোবাইল কম্পিউটার ট্যাবলেট ইত্যাদিতে চলতে সক্ষম হতে পারে সে বিষয়টিও আমাদের জানিয়ে দেয় সার্চ কনসোল।
CTR | সি টি আর
যদিও এই সিটি আর বিষয়ে ধারণা একটু আগেই দিয়েছি কিন্তু সেটা অন্য ভাবে সিটিআর হল ক্লিক থ্রু রেট, অর্থাৎ আমাদের বিভিন্ন পেজ বা ওয়েবসাইট কি পরিমান সার্চ ইঞ্জিনের ইম্প্রেশন পড়ছে এবং তা থেকে কিভাবে বা কতজন ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসছে এই বিষয়টি জানতে সাহায্য করে সিটিআর ।
একটি ওয়েবসাইটের ক্ষেত্রে সার্চ কনসোলে সিটিআর এর পরিমাণ যত বেশি হবে সে ক্ষেত্রে এই ওয়েবসাইটটি ততো বেশি ভিজিটর পাবে।
👉👉 যাইহোক সার্চ কনসোল কি এবং সার্চ কনসোল কেন গুরুত্বপূর্ণ আশাকরি এতদূর বিশদ আলোচনার পর আপনি বুঝতে পেরেছেন যে সার্চ কনসিলার গুরুত্ব টা কোথায়।
সার্চ কনসোল না থাকলে ওয়েব সাইটের বিভিন্ন বিষয়গুলি আমরা লিখে তা সাবমিট করতে পারতাম না সুতরাং আমাদের লেখা বিষয়গুলি কোন সার্চ ইঞ্জিন এর সঙ্গে যুক্ত হতো না। আর যদি তা যুক্ত না করতে পারতাম তবে আমাদের সেই লেখা কোন আর্টিকেল বা পোস্ট পর্যন্ত কোন ভিজিটর আসতো না।
আশা করি আপনি বুঝতে পারলেন যে কেন এই সার্চ কনসোল এত গুরুত্বপূর্ণ সার্চ কনসোলr প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকা বাঞ্ছনীয় যদি আমরা একজন ওয়েবসাইট কর্মকর্তা বা ব্লগার হয়ে থাকি।
যেমন আপনি তখনই একজন ভালো বক্তা হতে পারবেন যখন একজন শ্রোতা হতে পারবেন ঠিক একই কারণে আপনাকে জানতে হবে যে পাঠকরা কি চাইছে যদি আপনি সে বিষয়টি জানতে না পারেন তবে আপনার লেখা বিফল।
আর দর্শক কি চাইছে এটি বুঝতে পারবেন আপনি সার্চ কনসোল থেকে সুতরাং একটি বিষয় পরিষ্কার কোন সার্চ ইঞ্জিন এর সঙ্গে যুক্ত হয়ে কোন কিছু করতে গেলে আমাদের অবশ্যই সার্চ কনসোল সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয়।
যদি আমাদের এই লেখাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট করবেন এবং এ বিষয়ে আরো কোনো মতামত জানতে আপনি আমাদের ইমেইল বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়া অন্য সকল বিষয় গুলির লিংক নিচে দেয়া হলো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন।
READ MORE
- HOW TO DELETE GMAIL ACCOUNT FROM MOBILE
- Seller.json এডসেন্স এ কিভাবে ঠিক করতে হবে।
- pub- g ও free fire মোবাইল গেমিং প্রসেসর।
- VPN কি ? মোবাইল ও কম্পিউটারে কিভাবে VPN ব্যবহার করা যায়
- অনলাইনে টাকা ইনকাম করার সহজ 10 টি উপায়।
- গুগল সার্চ কনসোল কি কিভাবে সাহায্য করে গুগল সার্চ কৌশল এর গুরুত্ব
- HOW TO DELETE GMAIL ACCOUNT FROM MOBILE
- Seller.json এডসেন্স এ কিভাবে ঠিক করতে হবে।
- pub- g ও free fire মোবাইল গেমিং প্রসেসর।
- VPN কি ? মোবাইল ও কম্পিউটারে কিভাবে VPN ব্যবহার করা যায়
- অনলাইনে টাকা ইনকাম করার সহজ 10 টি উপায়।
- সাইলো স্ট্রাকচার কি এসইও তে কিভাবে সাহায্য করে।
- এসইও কি এসইওর এটুজেড শিখুন।
- কিভাবে আর্টিকেল লিখলে তা সহজে রাঙ্ক করানো যায়।
- CPA মার্কেটিং করে অনলাইনে ইনকাম করুন।
- মেটাভার্স কি | মেটাভার্স কিভাবে কাজ করে
Comments 0
EmoticonEmoticon