ট্রুকলার ( Truecaller ) কি ? ট্রুকলার কিভাবে সকলের নাম জানতে পারে ? - Kivabe.in

    পৃথিবীর বেশির ভাগ মোবাইল ব্যবহারকারীরা যেসকল অ্যাপ্লিকেশনগুলি খুব অধিক পরিমাণে ব্যবহার করে তার মধ্যে অন্যতম একটি হলো ট্রুকলার ( Truecaller )। কিন্তু আসলে ট্রুকলার কি এবং কিভাবে ট্রুকলার একজন অপরিচিত ব্যক্তির নাম আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে পারে এ বিষয়টি আমরা অনেকেই জানিনা। আজ এই অজানা বিষয়টি এই আর্টিকেলের মধ্যে আমরা জেনে নেবো যে ট্রুকলার কিভাবে কাজ করে ( How to work Truecaller ? )। 

ট্রুকলার ( Truecaller ) কি ? ট্রুকলার কিভাবে সকলের নাম জানতে পারে ?
Kivabe.In/Truecaller


   সম্প্রতি গুগল কোম্পানি তাদের নতুন একটি পরিষেবা আনতে চলেছে যা গুগল কল নামে পরিচিত হবে। এই পরিষেবাটি অনেকটা ট্রুকলার এর মত এবং অনেকে আশাবাদী খুব সহজেই গুগল কল পরিষেবা ট্রুকলার কে হার মানাতে সক্ষম হবে। যদি আপনি গুগল কল সম্পর্কে জানতে চান তবে এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার আমরা দেখে নেবো যে ট্রুকলার কি ? 


ট্রুকলার ( Truecaller ) কি ? 

     বিশ্বে বহুল ব্যবহারকারী একটি মোবাইল অ্যাপ্লিকেশন হল ( Truecaller ) ট্রুকলার। এই অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইলে যদি ইন্সটল করা থাকে তাহলে খুব সহজেই কোন অপরিচিত নাম্বার থেকে ফোন আসার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নাম আমাদের মোবাইলে দেখিয়ে দেয়। সুতরাং বলতে পারি ট্রুকলার অ্যাপ্লিকেশনটি অপরিচিত ব্যক্তিদের দিয়ে থাকে এবং চিনতে সাহায্য করে। এককথায় আমাদের উপকার করে থাকে।

    ট্রুকলার এই অ্যাপ্লিকেশনটির বর্তমান সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 200 মিলিয়ন এর ও বেশি। ট্রুকলার অ্যাপ্লিকেশনটি 500 মিলিয়নের বেশি বার ইনস্টল করা হয়েছে বিভিন্ন মোবাইলে। আজ পর্যন্ত ট্রুকলার অ্যাপ্লিকেশন টি 10 বিলিয়নের বেশি স্পাম ব্লক করতে সক্ষম হয়েছে। সুতরাং অনুমান করতে পারছেন এর কাজ কেমন বা কত বড় মাপের অ্যাপ্লিকেশনটি।

    ট্রুকলার 2009 সালে সুইডেনের একটি কোম্পানি স্টকহোম শহরে তৈরি হয়। অ্যাপ্লিকেশনটি যারা তৈরি করেছিলেন তারা হল - নামই জারিং হাম ও আলান মামিদি। অ্যাপ্লিকেশনটি তারা ছাত্রাবস্থাতেই প্রায় তৈরি করে ফেলেছিল। যার ব্যবহারকারীর সংখ্যা এখন 200 মিলিয়নের বেশি।

   ট্রুকলার অ্যাপ্লিকেশনটির অফিস পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে আছে যেমন সুইডেনের স্টকহোমে, ভারতের ব্যাঙ্গালোর মুম্বাই গুরগাঁও, এবং কেনিয়ার নাইরোবি শহরে। এত বড় অ্যাপ্লিকেশনটি সম্প্রতি বিভিন্ন তথ্য চুরির অপরাধে সমস্যায় পড়েছে। কারণ এর কাজ করার কৌশল এমনই যা শুনলে আপনিও মনে করবেন যে এরা আসলে তথ্য চুরি করে। দেখে নিবো কিভাবে ট্রুকলার সকলের নাম আমাদেরকে জানাতে সক্ষম হয়।


ট্রুকলার কিভাবে সকলের নাম জানাতে পারে ?

    ট্রুকলার ( Truecaller ) অ্যাপ্লিকেশনটি খুব সহজেই আমাদের বিভিন্ন অপরিচিত নাম্বারের মালিকের নাম জানাতে সক্ষম হয় কিন্তু কিভাবে করে সেই বিষয়টি আমরা কখনো বোঝার চেষ্টা করিনি কিন্তু আজ আমরা সেটিকে বোঝার চেষ্টা করব।

   প্রথমত আমি আপনি যখন এই ট্রুকলার অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইন্সটল করি তখন আমাদের একটি ইমেইল আইডি বা ফোন নাম্বার অথবা আইডি দিয়ে তাকে খুলতে হয়। যে আইডিতে ঢুকলে আর আমাদের কাছ থেকে বিভিন্ন পারমিশন গ্রহণ করে। যেমন এপ্লিকেশনটি ইন্সটল করার পর যখন আপনি ওপেন করবেন তখন আমাদের কন্টাক্ট লিস্ট এর পারমিশন চাইবে। আমার লোকেশন এর পারমিশন চাবে ইত্যাদি ইত্যাদি।

   যে সকল পারমিশন গুলি ট্রুকলার আমাদের কাছ থেকে চেয়ে নেয় সেগুলি আমরা খুব সহজেই রাজি হয়ে দিয়ে দিই। এই সকল পারমিশন গুলো নেওয়ার পর ট্রুকলার আমাদের কন্টাক্ট লিস্টে থাকা সকলের নাম ও নম্বর আমাদের আইডির মাধ্যমে তাদের সার্ভারে জমা করে রাখে। 

   সুতরাং বুঝতে পারলেন যে আমাদের কন্টাক্ট লিস্টে থাকা সমস্ত ব্যক্তির নাম ও নাম্বার আমরা যে নামে সেভ করে রাখি সেই নাম সহ নম্বরগুলি তারা তাদের সার্ভারে যুক্ত করে রাখে। একইভাবে আমরা সকলে যারা ট্রুকলার ব্যবহার করি তারা সবাই সেই সকল পারমিশন গুলিতে রাজি হয় এবং তাদের কন্টাক্ট লিস্টে থাকা সকল নাম ও নাম্বার গুলি একইভাবে ট্রু কলারের সার্ভারে সঞ্চিত থাকে।

    এবার ভাবুন যে নাম ও নাম্বার গুলি তাদের সার্ভারে যুক্ত আছে সেই নাম ও নাম্বার তাদের খুঁজতে বেশি সময় লাগার কথা নয়। অর্থাৎ ওই নাম ও নাম্বার তারা খুব সহজেই তাদের সার্ভার থেকে খুঁজে এনে আমাদের মোবাইলে আমাদেরকে দেখায়। 

   এবার যদি কোন ব্যক্তির মোবাইলে ট্রুকলার ইন্সটল করা থাকে এবং ওই মোবাইলটিতে অন্য কোনো অপরিচিত ব্যক্তি ফোন করে থাকে এবং সেই ব্যক্তির মোবাইল নাম্বার যদি এমন ব্যক্তির কাছে থাকে যার টুরু কলার আছে অর্থাৎ আগে থেকেই ওই অপরিচিত ব্যক্তির মোবাইল নাম্বারটি ট্রু কলারের সার্ভারে সঞ্চিত আছে সুতরাং খুব সহজেই যে ব্যক্তির কাছে ফোন গেছে তার মোবাইলে সঞ্চিত এই নাম্বারটির সমস্ত বিষয় ট্রুকলার দেখাতে সক্ষম হবে। 

   ব্যাপারটি আরেকটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি। ধরুন আমার মোবাইলে ট্রুকলার নেই। কিন্তু ট্রুকলার আছে এমন ব্যক্তির মোবাইলে আমার নাম্বার সেভ করা আছে। এর অর্থ হলো আমার নাম্বার ট্রুকলার এর সার্ভারে সঞ্চিত আছে।

   এবার আমি আপনার নাম্বারে ফোন করলাম সে ক্ষেত্রে আপনি আমার নাম্বার জানেন না। কিন্তু যদি আপনার মোবাইলে ট্রুকলার থাকে তবে ট্রুকলার তাদের সার্ভার থেকে আমার নাম অন্য ফোনে কি নামে সেভ করা আছে সেই নামটি আপনার মোবাইলে দেখাতে সক্ষম হবে। এবার আশা করি সমস্ত ব্যাপারটি পরিষ্কার হল।


ট্রুকলার কি তথ্য চুরি করে ? 

    এবার আসি সব থেকে বড় প্রশ্নে তাহলো ট্রুকলার কি আমাদের তথ্য চুরি করে ? আমি এতদূর যা বোঝাতে চাইলাম আশা করি আপনি সঠিকভাবে বুঝে গেছেন যে ট্রুকলার আমাদের তথ্য চুরি করে কিনা। 

   এবার একটু বিস্তারিত ভাবে জানি যে তথ্য চুরি করে কিনা। যেমন যে উদাহরণ দিয়ে ট্রুকলার কিভাবে অপরিচিত ব্যক্তির নাম জানাই সেই কথাটি বোঝালাম সেই কথা দিয়েই বোঝাবো যে তারা তথ্য চুরি করে কিনা। 

   যেমন আমার মোবাইলে কোন  ট্রুকলার নেই সুতরাং আমি পারমিশন দিই নি যে আমার তথ্য ট্রুকলার এর কাছে থাকবে। তাই যদি হবে তবে কিভাবে আমার নাম আপনার মোবাইলে দেখাতে পারলো ট্রুকলার। এর উত্তর হলো আমার কাছ থেকে আমার তথ্য না পেলেও যার কাছে আমার নাম্বার সঞ্চিত আছে তার কাছ থেকে আমার অবর্তমানে আমার তথ্য ট্রুকলার তার সার্ভারে সঞ্চিত করে রেখেছে।

READ MORE 

    এর ফলে ট্রুকলার আমার নাম আপনার মোবাইলে দেখাতে সক্ষম হয়েছে। তাহলে আমি কি বলবো ট্রুকলার তথ্য চুরি করে কিনা। আমি জানিনা আপনি কি বলবেন কিন্তু আমি বলব যে ট্রুকলার তথ্য চুরি করে। সবথেকে বড় বিষয়টি গুলো এই তথ্য যদি শুধু তাদের কাছে থাকতো তাহলে সমস্যা ছিল না সমস্যা হলো এই তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে যেটা আমাদের জন্য ভয়ঙ্কর।


ট্রুকলার কি ব্যবহার করা উচিত ?

    ট্রুকলার সম্পর্কে বিস্তারিত জানলাম কিভাবে কাজ করে ও কিভাবে আমাদের তথ্য তাদের কাছে সঞ্চিত করে রাখে সে বিষয়েও জেনেছি। কিন্তু বড় প্রশ্ন হল যে ট্রুকলার কি ব্যবহার করা উচিত ? কারো ব্যক্তিগত তথ্য অন্যের কাছে পৌঁছে যাক সেটি আমরা কখনই চাইব না। শুধুমাত্র একটি অপরিচিত নাম্বারের নাম কে জানার জন্য আপনার বা আমার মোবাইলের সমস্ত তথ্য ট্রুকলার এর সার্ভারে সঞ্চিত হোক সেটিও কাম্য নয়।

   আমি আমার মতামত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ব্যবহার করা উচিত কি নয় এরপর ব্যবহার করবেন কিনা সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত মতামত। তবে ব্যবহার করার সময় যেসকল পারমিশন গুলি আমাদের কাছে ট্রুকলার চেয়ে নেয় সেই তথ্যগুলো যদি আপনি না দেন তবে সে কখনোই আপনার তথ্য বা আপনার মোবাইলের তথ্য তাদের সার্ভারে রাখতে পারবে না। সুতরাং তাকে ব্যবহার সাবধানে করাই উচিত বলে মনে হয়।যদি এই লেখা থেকে আপনি কিছু জানতে পারেন তবে অবশ্যই নিচের কমেন্ট করবেন ও আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন বিভিন্ন টেকনিক্যাল বিষয় জানার জন্য।